রেল-রাজ্য বৈঠক, কবে থেকে চলবে লোকাল ট্রেন?

Nov 02, 2020, 18:08 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন:  আজ নবান্নে বৈঠক ছিল রেল ও রাজ্যের। স্বাস্থ্যবিধি মেনে লোকাল চালাতে প্রস্তুত রেল। রাজ্যে রেল চালানো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগেই  রাজ্যকে চিঠি দিয়েছে পূর্ব রেল।

2/5

রেল জানিয়েছে, আগেই লোকাল ট্রেন নিয়ে চিঠি দেওয়া হয়েছিল  রাজ্যকে।  

3/5

নবান্নের বৈঠকে রাজ্যের পুলিসের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা অনুরোধ করেছিল পূর্ব রেল। কারণ, পশ্চিমবঙ্গে যে পরিমাণে যাত্রী রোজ যাতায়াত করে, তার চেয়ে  অনেক কম সংখ্যকই যাতায়াত করতে পারবেন। ৭২ ঘণ্টার মধ্যে লোকাল ট্রেন চালাতে চায় রেল।

4/5

১০ শতাংশ ট্রেন চালানোর ইচ্ছা প্রকাশ। এরপর গোটা ব্যবস্থা দেখে বাকি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

5/5

কালী পুজোর পর আরও ২৫ শতাংশ ট্রেন চালানোর ইচ্ছে রেলের।