চালু হচ্ছে লোকাল, কামরায় দূরত্ব রাখতে আসন থাকবে 'কাটা'

Nov 06, 2020, 17:44 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: আগামী সপ্তাহে বুধবার থেকে চলতে শুরু করবে রেল। তার আগে কোভিড বিধি মেনে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিল রেল।   

2/5

ট্রেনগুলি দীর্ঘদিন ধরে বসে রয়েছে। ধুলোও ঝাড়ার কাজ শুরু করে দিয়েছেন রেলকর্মীরা। পরিষ্কার করা হচ্ছে কামরাগুলি। 

3/5

গত মার্চ থেকে বসে রয়েছে লোকাল ট্রেনগুলি। আর সে কারণে যন্ত্রাংশে মরচে পড়া স্বাভাবিক। সেগুলি পরীক্ষা করা হচ্ছে।

4/5

স্টেশনে যাত্রীদের মাঝে সামাজিক দূরত্ব রাখতে গোল দাগ কাটা হয়েছিল আগেই। এবার কামরার আসনও চিহ্নিতকরণ শুরু হল। একটি ট্রেনে ১২০০ লোক বসতে পারেন। কোভিড পরিস্থিতিতে ৬০০ লোক বসার জায়গা করা হচ্ছে। তা নিশ্চিত করতে আসনে কাটা চিহ্ন দেওয়া হচ্ছে। সেগুলিতে বসতে পারবেন না যাত্রীরা। 

5/5

নবান্নে রাজ্য ও রেলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সকাল ও সন্ধেয় অফিস টাইমে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। কয়েক লক্ষ যাত্রী প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন। ফলে ট্রেনের কামরায় আদৌ কোভিড বিধি মানা সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।