গতিবিধি ও বাসস্থানের হাল হকিকত জানতে রেডিও কলার পরানো হল রয়্যাল বেঙ্গলের গলায়

Dec 27, 2020, 18:01 PM IST
1/5

মৌপিয়া নন্দী: রেডিও কলার পরানো হল সুন্দরবনের একটি বাঘকে। 

2/5

WWF-এর সঙ্গে যৌথভাবে পশ্চিমবঙ্গ বন দফতরের বন্যপ্রাণ শাখা একটি পুরুষ বাঘের গলায় এই রেডিও কলার পরায়। 

3/5

রেডিও কলার পরানোর পর সেটিকে আজ সুন্দরবন টাইগার রিসার্ভে ছাড়া হয়। বসিরহাট রেঞ্জের হরিখালি বিটে গতকাল ও আজ বাঘের গলায় এই রেডিও কলার পরানোর কাজটি হয়। 

4/5

বন দফতরের তরফে জানানো হয়েছে, পরবর্তীতে সুন্দরবনের আরও ৩টি বাঘের গলায় স্যাটেলাইট রেডিও কলার পরানোর পরিকল্পনা রয়েছে। 

5/5

এর মাধ্য়মে সুন্দরবনের বাঘদের রক্ষা করা, তাদের বাসস্থান সম্বন্ধে তথ্য জোগাড় করা আরও সুবিধাজনক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।