# পুজোর মুখে প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে বাংলার বুকে।
2/10
2
# আগামী ১১ অথবা ১২ অক্টোবর দক্ষিণ ২৪ পরগণার উপকূল ছুঁয়ে বাংলাদেশের খুলনা হয়ে ঘূর্ণিঝড়টি প্রবেশ করতে পারে সে দেশে। (সৌজন্যে -সিএন)
photos
TRENDING NOW
3/10
3
# এর জেরে ১০-১৪ অক্টোবর পর্যন্ত ওড়িশা, দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভবনা।
4/10
4
# ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গড় গতিবেগ থাকতে পারে ১৫০ থেকে ১৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৮৫ থেকে ২০০ কিলোমিটার প্রতি ঘন্টায়।
5/10
5
# বর্তমানে আন্দামান সাগরের কাছে নিম্নচাপটি অবস্থান করছে। আগামী ১২ ঘন্টার মধ্যে সেটি সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিনত হবে।
6/10
6
# ঘন্টায় ১২ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে ঝড়টি।
7/10
7
# হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা। উপকূলর্বতী এলাকা বিশেষ করে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় ঝড়ের ব্যাপক তাণ্ডব দেখা যেতে পারে।
8/10
8
# মার্কিন আবহাওয়া দফতরের মাপকাঠি অনুযায়ী, এটি ক্যাটেগরি ২ নিম্নচাপে পরিনত হতে পারে বলে পূর্বাভাস।
9/10
9
# সমুদ্রে ৩২ ফুট উচ্চতা পর্যন্ত ঢেউ উঠতে পারে বলে পূর্বাভাস।
10/10
10
# ১৩ অক্টোবর পর্যন্ত মত্সজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।