বাড়িতে বিপত্তারিণী পুজো করলেন বিপাশা-করণ

Jul 10, 2019, 10:26 AM IST
1/6

মঙ্গলবার বাড়িতে বিপত্তারিণী পুজো করালেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। 

2/6

সোশ্যাল মিডিয়ায় বাড়িতে পুজোর অনুষ্ঠানের বেশকিছু ছবি পোস্ট করেছেন বিপাশা। যেখানে করণের হাতে বিপত্তারিণীর লাল তাগা স্পষ্ট দেখা যাচ্ছে। 

3/6

এই পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপাশার বাবা হীরক বসু ও মা মমতা বসুকে।  

4/6

এই পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপাশার বোন বিদিশা বসু সহ অন্যান্যরা। 

5/6

পুজো শেষে হাবি করণের সঙ্গে ছবি তুলে পোস্টও করেন বিপাশা। 

6/6

বিপাশা বসু বাঙালি, খোদ কলকাতার মেয়ে। তাই তাঁর বাড়িতে এই বিপত্তারিণী পুজোও হল ছাপোষা বাঙালি পরিবারের রীতি মেনেই। ছবিতে বিপাশার বাবা হীরক বসু।