গুড়ে মোড়া বাজি খেয়ে মৃত্যু! কেরালার গর্ভবতী হাতি খুনে উঠে আসছে নতুন তথ্য

Jun 04, 2020, 16:59 PM IST
1/5

হাতি খুনে নয়া মোড়

হাতি খুনে নয়া মোড়

কেরলের মলপ্পুরমে গর্ভবতী হাতিকে বিস্ফোরক ভরা ফল খাইয়ে খুনের ঘটনায় নয়া মোড়। বন দফতরের এক আধিকারিক নতুন জল্পনা উস্কে দিয়েছেন। তিনি বলেছেন, ওই এলাকায় গুড়ে মোড়া বাজি ব্যবহার করা হয় বুনো শুয়োরদের চাষের ক্ষেত থেকে দূরে রাখতে। হাতিটি ভুল করে সেই বাজি খেয়ে ফেলতে পারে।

2/5

হাতি খুনে নয়া মোড়

হাতি খুনে নয়া মোড়

ক্ষেতের আশেপাশে চাষীরা রেখে দেন গুড়ে মোড়া বাজি। সেই আধিকারিক বলেছেন, হাতিটির চলার পথে সেই বাজি তাঁর পায়ে লাগতে পারে। তখনই শুঁড়ে করে তুলে সেই গুড়ে মোড়া বাজি সে মুখে পুড়তে পারে। তবে পুরোটাই আন্দাজ করা হচ্ছে। 

3/5

হাতি খুনে নয়া মোড়

হাতি খুনে নয়া মোড়

হাতি খুনে এখনও পর্যন্ত মাত্র একজন চাষীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিস। তবে ওই এলাকার বহু মানুষকে জিজ্ঞাসাবাদ করে সূত্র খোঁজার চেষ্টা করছে পুলিস। বন দফতরের অফিসার মোহন কৃষ্ণন ওই হাতির মর্মান্তিক মৃত্যুর খবর প্রকাশ্যে আনতেই দেশজুড়ে হইচই পড়ে গিয়েছে।  

4/5

হাতি খুনে নয়া মোড়

হাতি খুনে নয়া মোড়

বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, বুনো শুয়োরকে গুড়ে মোড়া বাজির সাহায্যে মেরে ফেলাও বেআইনি। খাবারের লোভ দেখিয়ে পশুহত্যা করে চোরাশিকারিরা। এক্ষেত্রেও দোষী ধরা পড়লে তাঁকে চোরাশিকারের আইনে ফেলা হবে বলে জানানো হয়েছে। 

5/5

হাতি খুনে নয়া মোড়

হাতি খুনে নয়া মোড়

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দোষীদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন। তবে ঘটনার বেশ কয়েকদিন  কেটে যাওয়ার পরও কেউ ধরা না পড়ায় তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও পশুপ্রেমী মানেকা গান্ধী বলেছেন, দেশের মধ্যে সব থেকে নিষ্ঠুর রাজ্য কেরালা। মলপ্পুরমে এর আগেও অনেক হাতিকে বেঘোরে মারা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।