50th Film: যোগ্য নাকি ‘অযোগ্য’? উত্তর দিতেই ৫০তম বার জুটি বাঁধছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা...

৫০তম ছবি নিয়ে বড় পর্দায় ফিরছেন টলিউডের বিখ্যাত জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। তাঁদের এই নতুন ছবির নাম ‘অযোগ্য়’। ‘অযোগ্য়’ ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি। 

Dec 06, 2023, 19:26 PM IST
1/5

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ৫০তম ছবি নিয়ে বড় পর্দায় ফিরছেন টলিউডের বিখ্যাত জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। তাঁদের এই নতুন ছবির নাম ‘অযোগ্য়’।

2/5

‘অযোগ্য়’ ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি। ইতিমধ্যেই শেষ হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত সিনেমার শ্যুটিং।

3/5

উত্তম কুমার ও সুচিত্রা সেনের জুটির পর বাংলা সিনেমার অন্যতম সেরা জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়া আর কেউ নয়। বুধবার তাঁরা একসঙ্গে ৫০তম ছবির ঘোষণা করলেন তাঁরা।

4/5

প্রসেনজিৎ এই অনুষ্ঠানে জানিয়েছেন, ‘আমি ছোটবেলা থেকেই পরিচালককে দেখেই কাজ করি, আর এই সিনেমার পরিচালক কৌশিক গাঙ্গুলি। এটাই আমার সবথেকে ভাল লাগার জায়গা।’

5/5

ছবির ব্য়াপারে অভিনেত্রী ঋতুপর্ণাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘আপনারা এই জুটিকে এতো ভালোবাসা দিয়েছেন বলেই আজ আবারও আমরা একসঙ্গে বড় পর্দায় ফিরছি। কৌশিক গাঙ্গুলিকে ধন্যবাদ আমাকে আবারও বেছে নেওয়ার জন্য।’