RG Kar Case Verdict: আরজি করের আগে ৩ ঘটনায় সাজা ফাঁসি! সঞ্জয়ের যাবজ্জীবন কেন?

Death penalty minors rape murder: বিচারক বলেছেন, ‘বিরল থেকে বিরলতম অপরাধ’ বলে মনে করছেন না। তাই সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেয় আদালত। তবে আরজি কর কাণ্ডের সমসাময়িক প্রায় তিন থেকে চারটি মামলায় রায় ঘোষণা করেছে আদালত এবং প্রত্য়েকটিতেই ফাঁসির সাজা দেওয়া হয়েছে।

Jan 20, 2025, 16:14 PM IST
1/5

আরজি কর কাণ্ডের পরবর্তী ধর্ষণের ঘটনায় সাজা

post rg kar rape case

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর মামলায় সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা করল শিয়ালদহ আদালত। বিচারক বলেছেন, ‘বিরল থেকে বিরলতম অপরাধ’ বলে মনে করছেন না। তাই সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেয় আদালত। 

2/5

আরজি কর কাণ্ডের পরবর্তী ধর্ষণের ঘটনায় সাজা

post rg kar rape case

কিন্তু কোনও মামলায় দুমাস তো কোনও মামলায় ৫৫ দিন। আরজি কর কাণ্ডের সমসাময়িক প্রায় তিন থেকে চারটি মামলায় রায় ঘোষণা করেছে আদালত এবং প্রত্য়েকটিতেই ফাঁসির সাজা দেওয়া হয়েছে। প্রত্যেকটি মামলাই নৃশংস খুন এবং ধর্ষণের। 

3/5

আরজি কর কাণ্ডের পরবর্তী ধর্ষণের ঘটনায় সাজা

post rg kar rape case

৬ ডিসেম্বর, ২০২৪- দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীকে ফাঁসির সাজা দেয় বারুইপুর আদালত। মাত্র ৬৩ দিনে বিচার পায় নির্যাতিতা। 

4/5

আরজি কর কাণ্ডের পরবর্তী ধর্ষণের ঘটনায় সাজা

post rg kar rape case

১৩ ডিসেম্বর, ২০২৪- মুর্শিদাবাদের ফারাক্কায় নাবালিকাকে ধর্ষণ ও খুনে দুজনক দোষীর একজনকে ফাঁসির সাজা দেয় জঙ্গিপুর আদালত। অন্যজনের যাবজ্জীবন হয়। রায় দেওয়া হয় দুমাসে ব্যবধানে। 

5/5

আরজি কর কাণ্ডের পরবর্তী ধর্ষণের ঘটনায় সাজা

post rg kar rape case

১৭ জানুয়ারি, ২০২৫- হুগলির গুড়াপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনায় চুঁচুড়ার পসকো আদালত দোষীকে ফাঁসির সাজা শোনায়। তাও আবার ৫৫ দিনে।