পর্নসাইট নিষিদ্ধের সিদ্ধান্ত ভারতীয়দের জন্য হিতকর নয়, প্রতিক্রিয়া পর্নহাবের
Nov 29, 2018, 19:45 PM IST
1/6
অন্তর্জালে পর্ন সাইট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে টেলিকম মন্ত্রক। আর ভারত সরকারের এই সিদ্ধান্তে না-খুশ কানাডার অ্যাডাল্ট এন্টারটেইমেন্ট নেটওয়ার্ক পর্ন হাব। বলে রাখি, অ্যালেক্সার রিপোর্টে, বিশ্বের ২৯ তম জনপ্রিয় সাইট এবং এক নম্বর পর্ন সাইট।
2/6
অতিসম্প্রতি পর্ন সাইট বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ড হাইকোর্ট। সেই নির্দেশ পালনে ৮২৭টি পর্ন সাইটে ভারতে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার।
photos
TRENDING NOW
3/6
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে পর্ন হাবের ভাইস প্রেসিডেন্ট কোরি প্রাইসের প্রতিক্রিয়া, ভারতের মানুষের হিতসাধন হবে না। বেআইনিভাবে পর্ন দেখতে গিয়ে ঝুঁকিপূর্ণ সাইটে লগ ইন করে ফেলতে পারেন পর্নপ্রেমীরা।
4/6
প্রাইসের কথায়,'পর্নহাবের গ্রাহকদের মধ্যে তৃতীয় স্থানে ভারতীয়রা। সরকারের সিদ্ধান্তে নিশ্চিতভাবেই দর্শক সংখ্যা কমবে'।
5/6
প্রাইস মনে করিয়ে দেন, ভারতে পর্ন নিয়ে কোনও আইন নেই। সকলেই লুকিয়ে পর্ন দেখছেন।
6/6
ভারত সরকারকেও একহাত নিয়েছেন পর্ন হাবের ভিপি। তাঁর কথায়, ভারতে গুরুতর সমস্যা সমাধান করতে পারছে না সরকার, সে কারণে পর্ন সাইটগুলিকে বলির পাঁঠা বানানো হল। ভারত সরকারের সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে সাইট চালাতে চান বলেও মন্তব্য করেছেন প্রাইস।