সমুদ্র সফেন 'ঝিনুক' বিমানবন্দর! বিশ্বের মধ্যে অভিনব, উদ্বোধন মোদীর...

Jul 18, 2023, 16:26 PM IST
1/7

পোর্টব্লেয়ার বিমানবন্দরের নয়া টার্মিনাল বিল্ডিং

Port Blair Airport New Terminal Building

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ঠিক যেন সমুদ্র থেকে তুলে সাদা ঝকঝকে একটি বড় ঝিনুক! একঝলক দেখলে ঠিক তেমনটাই ঠাওর হয়।   

2/7

পোর্টব্লেয়ার বিমানবন্দরের নয়া টার্মিনাল বিল্ডিং

Port Blair Airport New Terminal Building

কিন্তু আসলে সেটি পোর্টব্লেয়ার বিমানবন্দরের নয়া টার্মিনাল বিল্ডিং। উদ্বোধনেই নজর টানছে এই নয়া টার্মিনাল বিল্ডিংয়ের স্থপতিশৈলী।   

3/7

পোর্টব্লেয়ার বিমানবন্দরের নয়া টার্মিনাল বিল্ডিং

Port Blair Airport New Terminal Building

এদিন পোর্টব্লেয়ারের বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরের নয়া টার্মিনাল বিল্ডিংয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়ালি উদ্বোধন করেন মোদী।  

4/7

পোর্টব্লেয়ার বিমানবন্দরের নয়া টার্মিনাল বিল্ডিং

Port Blair Airport New Terminal Building

ওদিকে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বিমানবন্দর চত্বরে বীর সাভারকরের একটি মূর্তির উন্মোচনও করেন তিনি।   

5/7

পোর্টব্লেয়ার বিমানবন্দরের নয়া টার্মিনাল বিল্ডিং

Port Blair Airport New Terminal Building

বছরে প্রায় ৪০ লাখ যাত্রী এই পোর্টব্লেয়ার বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন। যাত্রী চাপ বাড়াতেই ৭০৭.৭৩ কোটি টাকা ব্য়য়ে নয়া এই টার্মিনালটি তৈরি করে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।  

6/7

পোর্টব্লেয়ার বিমানবন্দরের নয়া টার্মিনাল বিল্ডিং

Port Blair Airport New Terminal Building

দ্বীপপুঞ্জের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সাযুজ্য রেখেই নয়া এই টার্মিনাল বিল্ডিংটি ঝিনুকের আকারে তৈরি করা হয়েছে। অন্দরসজ্জতেও রয়েছে সবুজের ছোঁয়া।  

7/7

পোর্টব্লেয়ার বিমানবন্দরের নয়া টার্মিনাল বিল্ডিং

Port Blair Airport New Terminal Building

গোটা টার্মিনালে দিনে ১২ ঘণ্টা-ই থাকবে ন্যাচারাল আলো। যা কিনা ছাদের স্কাইলাইট দিয়ে আসবে।