করোনা যুদ্ধে পুলিসকর্মীদের ওষুধ তুলে দিল ফুটবলারদের সংগঠন Players for Humanity

May 13, 2020, 18:49 PM IST
1/5

করোনা প্রতিরোধে ময়দানে নামলেন ফুটবলাররা। এর আগে ব্যারাকপুর পুলিস কমিশনারেটে গিয়ে পর্যাপ্ত ওষুধ তুলে দেয় ফুটবলারদের সংগঠন Players for Humanity।  

2/5

মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম অস্ত্র হল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। সেই মতোই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিকাম এলবাম-৩০ বুধবার বিধাননগর পুলিশ কমিশনারেটের হাতে তুলে দিলেন ফুটবলাররা।

3/5

বুধবার সকালে বিধাননগর পুলিশ কমিশনারেটে গিয়ে ২ হাজার ওষুধ তুলে দেন মেহতাব-শিল্টনরা। প্রাক্তন ফুটবলারদের মধ্যে উপস্থিত ছিলেন ডেনসন দেবদাস, অভিজিৎ মন্ডল, অভ্র মন্ডলরাও।

4/5

কয়েকদিন আগেই বারাকপুর পুলিশ কমিশনারেটে গিয়ে এই হোমিওপ্যাথি ওষুধ বন্টন করেছিলেন প্রণয় হালদার, প্রবীর দাসরা।

5/5

এরপর হাওড়া আর কলকাতা পুলিসের হাতে এই হোমিওপ্যাথি ওষুধ (আর্সেনিকাম এলবাম-৩০) তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে ময়দানের ফুটবলারদের সংগঠন প্লেয়ার্স ফর হিউম্যানিটির।