ফের মহার্ঘ পেট্রোল, লিটার পিছু ১০০ টাকা

Feb 18, 2021, 15:19 PM IST
1/5

 নিজস্ব প্রতিবেদন: ভারতে জ্বালানির দাম ক্রমশ বেড়ে চলেছে। কোথায় গিয়ে দাম স্থির হবে তা বোঝাই যাচ্ছে না।  যা মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ, জ্বালানির দাম বাড়লে বাজার দরের দৈনন্দিন খরচও নিঃশব্দে বেড়ে যায়।

2/5

রাজস্থানে সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম।    দিল্লিতে ৯০ ছুঁয়েছে। মুম্বইয়ে ৯৬ টাকা লিটার পিছু। কলকাতায় ৯০.৭৮ টাকা প্রতি লিটার পেট্রোলের দাম। 

3/5

সমান্তরালে বেড়েছে ডিজেলের দাম। বৃহস্পতিবার বাজার খুলতেই দিল্লিতে ডিজেলের দাম লিটার পিছু ৭৯.৯৫ টাকা। কলকাতায় ৮৩.৫৪ টাকা। মুম্বইয়ে ৮৬.৯৮ টাকা। 

4/5

প্রসঙ্গত, ভারতেই পেট্রোল ডিজেলের দাম মাত্রাতিরিক্ত। কারণ, প্রতিবেশি দেশ পাকিস্তানে পেট্রোলের দাম যাচ্ছে ভারতীয় মুদ্রা অনুযায়ী ৫১.১৪ টাকা লিটার পিছু। চিনে প্রতি লিটার পেট্রোলের দাম ৭৪.৭৪ টাকা। 

5/5

তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গত সপ্তাহে সংসদে বলেছিলেন, যে সরকার জ্বালানির রেকর্ড দাম কমানোর জন্য আবগারি শুল্ক হ্রাস করার বিষয়ে এখনই কোনও বিবেচনা করছে না।