Petrol Diesel Price: সেঞ্চুরি থেকে মাত্র ১২ পয়সা দূরে পেট্রোল, অপরিবর্তিত ডিজেলের দাম

Jul 05, 2021, 11:16 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: জ্বালানির উর্ধমুখী দামে লাগাম নেই। সোমবার ফের ৩৯ পয়সা বাড়ল পেট্রোলের দাম (Petrol Price)। যদিও অপরিবর্তিতলই রয়েছে ডিজেলের দাম (Diesel Price)। এখনও পর্যন্ত শুধু দিল্লি ও কলকাতাতে ১০০ ছুঁইছুঁই পেট্রোলের দাম। বাকি শহরে ইতিমধ্যেই তা সেঞ্চুরিতে পৌঁছেছে।

2/5

কলকাতায় (Kolkata) সোমবার পেট্রোলর দাম লিটারপ্রতি ৯৯.৮৮ টাকা। ডিজেলের দাম লিটারপ্রতি ৯২.৩১ টাকা। অর্থাৎ আর মাত্র ১২ পয়সা পেরোলেই ১০০ ছোঁবে পেট্রোল।

3/5

রাজধানী দিল্লিতে (Delhi) পেট্রোলের দাম ৯৯.৯০ টাকা ও ডিজেলের দাম ৮৯.৪০ টাকা প্রতি লিটার। মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও পুণেতে ১০০ এর উপরে চলে গিয়েছে পেট্রোলের দাম।

4/5

এই নিয়ে গত দুই মাসে ৩৪ বার বাড়ল পেট্রোলের দাম। ডিজেলের দামে বৃদ্ধি হয়েছে ৩৩ বার। উল্লেখ্য, বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা করকাঠামোর জন্য ও পরিবহনের খরচের সাপাক্ষে পেট্রোলের দামে পরিবর্তন হয়ে থাকে। 

5/5

পেট্রোলের দামে বৃদ্ধির প্রভাব বাজারেও। অগ্নিমূল্য হয়েছে সবজিও। ট্রেন বন্ধে বেড়েছে পরিবহনের খরচ। তার উপর পেট্রোলের দাম বৃদ্ধি যেন গোদের উপর বিষফোঁড়া। সব মিলিয়ে, জ্বালানির দামের ছ্যাঁকায় জেরবার মানুষ।