Fuel Price Hike: মহার্ঘ্য পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসের দামে শীর্ষে কলকাতা
Jun 24, 2021, 11:01 AM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: লাগামছাড়া মূল্যবৃদ্ধি হচ্ছে জ্বালানির (Fuel price Hike)। নিত্যদিন রেকর্ড গড়ছে পেট্রোল ডিজেলের দাম (Petrol Diesel Price)। মুম্বই ও বেঙ্গালুরুতে আগেই সেঞ্চুরি করলেও কলকাতায় পেট্রোলের দাম সেঞ্চুরির দোরগোড়ায়।
2/5
বৃহস্পতিবারও লিটারপ্রতি ২৫ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ৯৭ টাকা ৬৩ পয়সা। ওদিকে পিছিয়ে নেই ডিজেলও। এদিন লিটারপ্রতি ৭ পয়সা বেড়ে ডিজেলের দাম ৯১ টাকা ১৫ পয়সা।
photos
TRENDING NOW
3/5
এদিকে, রান্নার গ্যাসের দামেও (LPG Price) নাভিঃশ্বাস উঠছে শহরবাসীর। দেশের অন্যান্য মেট্রোপলিটন শহরগুলির তুলনায় রান্নার গ্যাসে প্রায় ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত দাম বেশি কলকাতায়। ১৪.২ কেজির ভর্তুকিবিহীন একটি গ্যাস সিলিন্ডারের দাম ৮৩৫.৫০ টাকা।
4/5
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বাড়িয়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। গতকাল জ্বালানির দাম বাড়েনি। এর আগে, মঙ্গলবার বেড়েছিল জ্বালানির দাম। করোনা পরিস্থিতির জেরে এমনিতেই ধুঁকছে দেশের অর্থনীতি। তার উপর জ্বালানির বেলাগাম মূল্যবৃদ্ধিতে জেরবার মানুষ।
5/5
তবে জিএসটির (GST) আওতায় জ্বালানির দাম এলে সমস্যার কিছুটা সুরাহা হতে পরে বলে মত বিশেষজ্ঞদের একাংশের।