Fuel Price Hike: আবার বাড়ল তেলের দাম, জেনে নিন কত হল আপনার শহরে

Mar 29, 2022, 10:30 AM IST
1/5

কত বাড়ল দাম

how much did the price increase?

মঙ্গলবার সপ্তম দিন পেট্রল এবং ডিজেলের দাম বাড়ল। পেট্রলের দাম বাড়ল ৮০ পয়সা এবং ডিজেলের দাম বাড়ল ৭০ পয়সা প্রতি লিটার।

2/5

কত দাম দিল্লি এবং মুম্বইতে

what is the price in delhi and mumbai?

দেশের রাজধানীতে, পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে প্রতি লিটার প্রতি ১০০.২১ টাকা এবং ৯১.৪৭ টাকা। যেখানে মুম্বইতে, পেট্রল এখন ১১৫.০৪ টাকা এবং ডিজেল ৯৯.২৫ টাকা।

3/5

কত দাম কলকাতা এবং চেন্নাইতে?

what is the price in kolkata and chennai?

চেন্নাইতে, পেট্রলের দাম ৭৬ পয়সা বেড়েছে এবং এখন তা দাঁড়িয়েছে ১০৫.৯৪ টাকায় এবং ডিজেলের দাম হয়েছে ৯৬ টাকা। কলকাতায় পেট্রলের দাম ১০৯.৬৮ টাকা এবং ডিজেলের দাম ৯৪.৬২ টাকা।

4/5

লোকসভার বিতর্ক

debate in the loksabha

লোকসভায় জিরো আওয়ারের সময় দাম বৃদ্ধির বিষয়টি উত্থাপন করে, লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন যে ক্রমবর্ধমান দামের ফলে সাধারণ মানুষ "তাদের পকেট লুট হওয়া" নিয়ে কষ্টে রয়েছে।

5/5

ষষ্ঠ দাম বৃদ্ধি

how many times did the price increase

সোমবার পেট্রলের দাম প্রতি লিটারে ৩০ পয়সা এবং ডিজেলের দাম ৩৫ পয়সা বেড়েছে, গত এক সপ্তাহে মোট দাম বেড়েছে ৪-৪.১০ টাকা প্রতি লিটারে। রেট রিভিশনে সাড়ে চার মাস দীর্ঘ বিরতির ২২ মার্চ থেকে এটি জ্বালানীর দামে ষষ্ঠ বৃদ্ধি।