Pele Passes Away: 'ফুটবল সম্রাট'-এর কেরিয়ারের ১০ অজানা তথ্য, জানলে চমকে উঠবেন
পেলে একমাত্র ফুটবলার, যিনি নারী কিংবা পুরুষ- যিনি এতবার বিশ্বকাপ জয় করেছেন। এছাড়াও তিনি তার ক্লাব ও দেশের হয়ে ১,৩৬৩টি ম্যাচ খেলে মোট ১,২৮১টি গোল করেছেন যা বিশ্ব রেকর্ড। ইতিহাসের বিখ্যাত এই ব্যক্তি সম্পর্কে এমন কিছু গল্প আছে যা অনেকেই হয়তো এখনও শোনেনি। এমন ১০টি গল্প ঘটনা তুলে ধরা হল।
সব্যসাচী বাগচী
মৃত্যু সবসময় বিষাদের। বড্ড যন্ত্রণার। যে একেবারের জন্য যান, তিনি কষ্ট পান। তাঁর কাছের মানুষগুলো, তাঁকে আঁকড়ে বেঁচে থাকা মানুষগুলোর কষ্ট হয়তো আরও অনেকটা বেশি। তবে সব মানুষের চলে যাওয়া নিয়ে কষ্ট পেতে নেই। পেলে-র (Pele) মতো মানুষের জন্য একেবারেই নয়। তাঁর প্রিয় ব্রাজিল (Brazil) যখন কাতার বিশ্বকাপে (FIFA Qatar World 2022) হেক্সা করার স্বপ্ন নিয়ে লড়ে যাচ্ছিল, ঠিক তখনই পেলে হাসপাতালের বিছানায় শুয়ে শেষ যুদ্ধটা লড়ছিলেন। কিন্তু এবার আর কর্কট রোগের বিরুদ্ধে ম্যাচটা জিততে পারলেন না। 'মৃত্যু' নামক ডিফেন্সের জালে চিরতরে আটকে গেলেন। ৩০ ডিসেম্বর মধ্যরাতে চিরপ্রতিদ্বন্দ্বী দিয়েগো মারাদোনার (Diego Maradona) কাছে চলে যাওয়ার সময় বয়স হয়েছিল ৮২। রেখে গেলেন পরিবার-সহ গোটা দুনিয়ায় ছড়িয়ে থাকা অগণিত শুভানুধ্যায়ীদের।
এডসন অ্যারানটিস দো নাসিমেন্ট (Edson Arantes do Nascimento) সারা বিশ্বে যিনি পেলে নামে বিখ্যাত, চার দশকেরও বেশি সময় আগে ১৯৭৭ সালে অবসর নেওয়ার পরেও প্রাক্তন এই ফুটবলার সারা দুনিয়ায় এখনও সবচেয়ে পরিচিত ও সম্মানিত ব্যক্তিদের একজন। মূলত তিনবার বিশ্বকাপ জয় করার জন্য পেলে বিখ্যাত হয়েছেন। তিনিই একমাত্র ফুটবলার, যিনি নারী কিংবা পুরুষ- যিনি এতবার বিশ্বকাপ জয় করেছেন। এছাড়াও তিনি তার ক্লাব ও দেশের হয়ে ১,৩৬৩টি ম্যাচ খেলে মোট ১,২৮১টি গোল করেছেন যা বিশ্ব রেকর্ড। ইতিহাসের বিখ্যাত এই ব্যক্তি সম্পর্কে এমন কিছু গল্প আছে যা অনেকেই হয়তো এখনও শোনেনি। এমন ১০টি গল্প ঘটনা তুলে ধরা হল...