জমির ফসল খেয়ে যাচ্ছে ময়ূর, দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন গ্রামবাসীরা

Nov 27, 2018, 13:56 PM IST
1/7

রাজস্থানতো নয়ই, উত্তরপ্রদেশও নয়।  এ রাজ্যের রাজগঞ্জ এলাকায় ললিতাবাড়ি গ্রাম।

2/7

 সকালে বিকালে ঝাঁকে ঝাঁকে ময়ূর আসছে গ্রামে ।

3/7

পাকা ধান কেটে নিয়ে যাওয়ার পর মাঠে যে ধান পড়ে থাকে, খুঁটে খুঁটে সেই ধান খাচ্ছে ময়ূরের দল।

4/7

ময়ূর দেখতে এখন ললিতাবাড়ি গ্রামে ভিড় করছেন পর্যটকরা।

5/7

আদতে জলপাইগুড়ির বৈকুন্ঠপুর জঙ্গল লাগোয় গ্রাম ললিতাবাড়ি।

6/7

জঙ্গলের পাশে গ্রাম থাকায় গ্রামের মানুষ দেখেছেন বহু বন্য প্রাণী।

7/7

কিন্তু ময়ূর চোখে পড়েনি। এখন জঙ্গল থেকে ময়ূরের দল ঢুকছে গ্রামে।  গ্রামের মানুষজন ময়ূরদের খেতেও দিচ্ছে।