ভারী বর্ষণে বেহাল বাণিজ্যনগরী, দেখুন জল-ছবি

Jul 02, 2019, 17:13 PM IST
1/8

মুম্বই ও তার শহরতলি, থানেতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুল, কলেজ সরকারি প্রতিষ্ঠান তো রয়েছেই বেসরকারি কর্মীদেরও বাইরে বেরনোও অনুরোধ করেছে প্রশাসন। 

2/8

মুম্বই বিমানবন্দর গতকাল রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। কমপক্ষে ৫৪টি বিমানকে রুট ঘুরিয়ে আমেদাবাদ, বেঙ্গালুরুতে পাঠানো হয়েছে।

3/8

তবে, আজ মহারাষ্ট্র জনসম্পর্ক মন্ত্রালয় থেকে জানানো হয়েছে, মূল রানওয়ে শুধুমাত্র বন্ধ রয়েছে। কিছু বিমান গোয়ায় ঘুরিয়ে দেওয়া হয়েছে। 

4/8

আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আজও ভারী বর্ষণ হবে মুম্বই-সহ পার্শ্ববর্তী শহরগুলিতে। এর জের আগামী দু’দিন ধরে থাকার সম্ভাবনা রয়েছে।

5/8

ধ্বংসস্তুপে এখনও আটকে অনেকে। মালাডে দেওয়াল ভেঙে যাঁর মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করছে মহারাষ্ট্র সরকার।

6/8

এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর মিলেছে। স্কুল ও বাড়ির পাঁচিল ভেঙে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। 

7/8

দূরপাল্লা ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দু’দিনের টানা বৃষ্টিতে এভাবেই স্তব্ধ হয়ে পড়েছে বাণিজ্য নগরী।

8/8

গতকাল লোকাল ট্রেন বন্ধ রাখার কথা ঘোষণা করলেও আজ সেন্ট্রাল রেলওয়ে নোটিস দিয়ে জানিয়েছে, বেশ কিছু রুটে ট্রেন চলাচল করবে। তবে, জলে লাইন ডুবে থাকায় শামুক গতিতে চলছে ট্রেন