Parineeti Chopra-Raghav Chanda: বাগদানের আগেই এক ফ্রেমে বন্দী রাঘব-পরিনীতি!

এয়ারপোর্টে একসাথে দেখা গেল পরিনীতি চোপড়া ও রাঘব চান্দাকে। বাগদানের আগে যুগলের দর্শন পেতে আলোচনা শুরু অনুরাগীদের।

May 09, 2023, 18:21 PM IST

এয়ারপোর্টে একসাথে দেখা গেল পরিনীতি চোপড়া ও রাঘব চান্দাকে। বাগদানের আগে যুগলের দর্শন পেতে আলোচনা শুরু অনুরাগীদের।

1/5

এক ফ্রেমে রাঘব-পরিনীতি

বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া ও আপ নেতা রাঘব চান্দার সম্পর্কের কথা সর্বজনবিদিত। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে যথেষ্ট রাখঢাক করেন দুজনে।  

2/5

এক ফ্রেমে রাঘব-পরিনীতি

জানা যাচ্ছে, অতি শীঘ্রই বাগদান সারতে চলেছেন তাঁরা। লোকমুখে খবর, আগামী ১৩ মে হতে চলেছে আংটি বদল। তার আগেই এবার এয়ারপোর্টে দর্শক মিললো যুগলের।

3/5

এক ফ্রেমে রাঘব-পরিনীতি

এয়ারপোর্টে পরিনীতির পরণে ছিল লাল উজ্জ্বল রঙের স্যুট। আর রাঘবের পরণে ছিল কালো শার্ট, বেইজ প্যান্ট। দুজনকে একসাথে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।   

4/5

এক ফ্রেমে রাঘব-পরিনীতি

বাগদানের তারিখ যখন শিয়রে ঠিক সেই সময়েই এক ফ্রেমে বন্দি হলেন পরিনীতি, রাঘব।  জানা যায়, সম্প্রতি আইপিএলের পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান ম্যাচ ছিল মোহালিতে। সেই ম্যাচই দেখতে গিয়েছিলেন তাঁরা।  

5/5

এক ফ্রেমে রাঘব-পরিনীতি

এর আগে ডিনার ডেটে দেখা গিয়েছিল রাঘব-পরিনীতিকে। শোনা যাচ্ছে, অক্টোবরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন যুগল।