Parineeti Chopra-Raghav Chaddha Engagement: থিম বলিউড, রয়েছে প্রার্থনা সংগীত, পরিণীতি-রাঘবের বাগদানে প্রিয়াঙ্কা সহ তারকার হাট

Parineeti Chopra-Raghav Chaddha Engagement: দিল্লির কপুরথলা হাউসে বাগদান সারবেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। এনগেজমেন্ট অনুষ্ঠানের থিম বলিউড। বিকেল ৫ টায় শুরু হবে আংটি বদলের অনুষ্ঠান। প্রথমেই হবে সুখমণি সাহিবের পাঠ, এরপর হবে অরদাস ও তারপরেই আংটি বদল।

| May 12, 2023, 18:56 PM IST
1/7

আংটি বদল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার ১৩ মে আংটি বদল করতে চলেছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। দিল্লির কপুরথলা হাউসে তাঁদের বাগদানের আসর বসবে।  

2/7

আংটি বদল

দিল্লিতে আংটি বদল হলেও আলোয় সাজানো হয়েছে মুম্বইয়ে পরিণীতি চোপড়ার বাড়ি। ইতোমধ্যেই ভাইরাল সেই ছবি।  

3/7

আংটি বদল

এনগেজমেন্ট অনুষ্ঠানের থিম বলিউড। ইতোমধ্যেই আমন্ত্রিতদের জানিয়ে দেওয়া হয়েছে প্যাস্টেল রঙের পোশাকের আর্জি।  

4/7

আংটি বদল

রাঘব চাড্ডা পরবেন ডিজাইনার পবন সচদেবের ডিজাইন করা অচকন ও পরিণীতি পরবেন মণীশ মালহোত্রার ডিজাইন করা ড্রেস।  

5/7

আংটি বদল

বিকেল ৫ টায় শুরু হবে আংটি বদলের অনুষ্ঠান। প্রথমেই হবে সুখমণি সাহিবের পাঠ, এরপর হবে অরদাস ও তারপরেই আংটি বদল।  

6/7

আংটি বদল

পরিবার ও কাছের মানুষ মিলিয়ে অনুষ্ঠানে হাজির থাকবেন প্রায় ১৫০ মানুষ।  

7/7

আংটি বদল

রাঘব চাড্ডা ও পরিণীতির আংটি বদল অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী গুরদাস মান, প্রিয়াঙ্কা চোপড়া সহ বলিউডের ও রাজনীতির অনেকে তারকাই।