Kriti Sanon: সোনার শাড়িতে কৃতি! চোখ ফেরানো দায়, আরও মোহময়ী বলি সুন্দরী

২৪ ক্যারাটা সোনার গয়না তো শুনেছেনই! তবে ২৪ ক্যারাট সোনার জড়ি বসানো শাড়ির কথা কি শুনেছেন? হ্যাঁ এবার এমনই এক চোখ ধাঁধানো শাড়িতে চমকালেন বলি সুন্দরী। 'আদিপুরুষ'-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে কৃতি নজর কাড়লেন সোনার শাড়িতে। যা রাতারাতি খবর হয়ে গেল।  

May 12, 2023, 17:58 PM IST
1/6

নেটের তৈরি কালো শাড়িতে কৃত্তি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কৃত্তিকে কেবল নেটযুক্ত কালো শাড়িতে অত্যন্ত গর্জিয়াস দেখায়।  

2/6

রেড এথনিক কো-অর্ড সেটে কৃতি

কোনো উৎসব এবং অনুষ্ঠানে কৃতিকে লাল এথনিক কো-অর্ড সেটে দেখা গিয়েছে।

3/6

কৃতি স্যানন এথনিক লুক্সের জন্য পরিচিত

কৃতি শ্যানন এই সোনালি ঝকঝকে শাড়ির মতো এথনিক লুক্সের জন্য পরিচিত।  

4/6

পিচ পিঙ্ক লেহেঙ্গাতে কৃতি

একটি এমব্রয়ডারি করা বর্ডার সহ এই পীচ গোলাপী লেহেঙ্গাতে তাঁকে অসম্ভ সুন্দর দেখাছিল।

5/6

কৃতির চেহারা 'আদিপুরুষ'-এর সীতা চরিত্র থেকে অনুপ্রাণিত হয়েছে

শাড়িটি ভারতীয় ফ্যাশন ডিজাইনার আবু জানি সন্দীপ খোসলার তৈরি । ২৪ ক্যারেট সোনার জড়ি সহ জারদৌসি বর্ডারের এই খাদি দিয়ে অফ-হোয়াইট শাড়িটি তৈরি হয়েছে। কৃতির চেহারা 'আদিপুরুষ'-এর সীতা চরিত্র থেকে অনুপ্রাণিত হয়েছিল।  

6/6

কৃতি স্যাননর এই ২৪ ক্যারেট সোনার প্রিন্ট শাড়িতে সৌন্দর্য প্রকাশ

আদিপুরুষ ট্রেলার মুক্তির অনুষ্ঠানের জন্য কৃতি এই ২৪ ক্যারেট সোনার জড়ি বসানো শাড়িতে তাঁর সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিয়েছে। সঙ্গে হলুদ জারদৌসি কাজের ব্লাউজ পরেছেন। আর সেই সঙ্গে তিনি তাঁর ডান কাঁধে নিয়েছেন একটি ওড়না।