চপ ভেজে আয়কর দফতরে দিতে হল ৬০ লক্ষ টাকা! চপবিক্রেতার মাসিক আয় কত জানেন?

Oct 08, 2018, 16:54 PM IST
1/8

এই দোকানের পেঁয়াজি, আলুর চপের যশ সর্বত্র। লোকমুখে এই দোকান এখন পপুলার। নামিদামি লোকেরাও সন্ধ্যায় চপ খেতে হলে এই দোকানের ওপর ভরসা রাখেন।

2/8

১৯৫২ সালে পান্না সিংহ এই দোকানটি তৈরি করেন। তার পরে থেকেই এই দোকানের পকোড়ার সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে।

3/8

 শুধুমাত্র পঞ্জাবে নয়, আশেপাশে রাজ্যেও এই দোকানের সুনাম রয়েছে। বর্তমানে এই দোকানের পনির পকোড়া ও দই ভাল্লা খুব বিখ্যাত।

4/8

পান্না সিংহ মারা যাওয়ার পরে এখন তাঁর উত্তরসূরিরা দোকানটি চালান।

5/8

এই পকোড়া, আলুর চপ বেঁচেই এখন বিশাল সম্পত্তির অধিকারী তিনি। এমনকি মোটা টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগও রয়েছে এই দোকানের বিরুদ্ধে।

6/8

তবে কত টাকা কর ফাঁকি, সেই  অঙ্কটা এখনও স্পষ্ট নয়।  সম্প্রতি আয়কর দফতরের আধিকারিকরা অভিযান দোকানে।

7/8

একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, নিজেদের অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন দোকানের বর্তমান মালিক দেব রাজ।

8/8

জানা গিয়েছে, প্রায় ৬০ লক্ষ টাকা সরকারি অফিসারদের ফিরিয়ে দিয়েছেন বর্তমান মালিক।  পকোড়া বেঁচে এত টাকা আয় কী ভাবে হয়, ভেবে অবাক হয়ে যাচ্ছেন অনেকেই।