Pakistan: রেকর্ডের মুখে, ডলারের তুলনায় তলানিতে ঠেকে গেল পাক রুপি-র দাম

Sep 13, 2021, 21:17 PM IST
1/6

আফগানিস্তানে তালিবান সরকারের হাত শক্ত করতে আদাজল খেয়ে লেগেছে পাক গুপ্তচার সংস্থা আইএসআই। আখুন্দ সরকারকে যেভাবে সাহায্য করা যায় সেটাই করছে ইমরান খান সরকার। এদিকে সেদেশে রুপি-র দাম ঠেকে গিয়েছে তলানিতে।  

2/6

পাকিস্তান স্টেট ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ১ মার্কিন ডলারের মূল্য ১৬৮.০২ রুপি।

3/6

২০২০ সালে এভাবেই একবার পাক রুপির মূল্য তলানিতে ঠেকে গিয়েছিল। এবার সেই দিকেই এগোচ্ছা পাক রুপি।

4/6

পাকিস্তানের আরিফ হাবিব লিমিটেডের হিসেব অনুযায়ী, ২০২১ সালের জুন থেকে ডলারের তুলনায় পাক রুপির দাম পড়েছে ৬.২ শতাংশ। দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি, বিদেশ থেকে আমদানি কম করলে রুপির দাম কিছুটা চাঙ্গা হতে পারে।  

5/6

ফোরেক্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের চেয়ারম্যান মালিক বোস্তানের সংবাদমাধ্যমের জানিয়েছেন, রুপিকে টেনে তুলতে আমদানি কম করা ও রপ্তানি বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই।

6/6

সম্প্রতি বিদেশ থেকে তেল আমদানি বাডি়য়েছে পাক সরকার। ফলে হু হু খরচ হয়ে গিয়েছে বিদেশি মূদ্রার ভান্ডার। পাশাপাশি আমদানি করা হচ্ছে বিভিন্ন ধরনের কাঁচামাল ও বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, বিলাস সমাগ্রী। এতেই নেমেছে রুপির মূল্য।