শীতের মরসুমে ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ ঢুকছে বঙ্গে, অসময়েও মনকাড়া স্বাদ, দামও সাধ্যে

Feb 08, 2020, 10:35 AM IST
1/6

শ্রাবন্তী সাহা: সাধারণত ফ্রেব্রুয়ারি মাস ইলিশের মরশুম নয়। তবে বাঙালি মাছ প্রেমীদের জন্য সুখবর। এবার শীতেও ইলিশ খেতে পারেন জমিয়ে। এবছর প্রচুর ইলিশ হয়েছে বাংলাদেশে। 

2/6

ফলে সেই মাছ ওদেশের পদ্মা পেরিয়ে ঢুকছে ফরাক্কায়। এখন সেখানেই প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে। কাজেই শীতের মেজাজেও আয়েস করে ইলিসের স্বাদ পেতে পারেন বঙ্গবাসী।

3/6

এখন অনেকেই ভাববেন, ইলিস মিললেও মন মতন স্বাদ মিলবে না। তবে ব্যবসায়ীরা বলছেন এই ইলিশগুলি সাইজ ও গুনমানে গতবছরের মাছকেও টেক্কা দেবে অনায়াসে।

4/6

অন্যান্য সময়ে সাধারণত এক থেকে দেড় কেজি ইলিশ মাছ বাজারে দেখা যায়। অথচ এবার মরশুম না হলেও, কলকাতার অধিকাংশ বাজারেই দু কেজির ইলিশ মাছের দেখা মিলছে অনায়াসেই।

5/6

দাম? এক কেজি ইলিশ মাছ মানিকতলা বাজারে বিকোচ্ছে মাত্র বারোশো টাকায়। তবে আরো সপ্তাহখানেক এভাবে মাছ আসতে থাকলে, দাম আরো কমতে পারে বলেই আশা করছেন মাছ ব্যবসায়ীরা।

6/6

তাহলে আর দেরি কিসের? এই শীতে ইলিসের স্বাদ চাখুন আপনিও।