আশঙ্কা বাড়িয়ে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬২ হাজার

Mar 27, 2021, 16:44 PM IST
1/6

বছর ঘুরতেই নিজের রূপ দেখাতে শুরু করছে ২৫-৫০ ন্যানোমিটারের ভাইরাসটি। যার দাপটে ঘরবন্দী হয়েছিল গোটা বিশ্ব। সেই দিনই কি আসতে চলেছে আবার! উত্তর রয়েছে ভবিষ্যতের হাতে।  

2/6

নিজস্ব প্রতিবেদন: ক্রমশ বেড়ে চলেছে...গতকাল যে সংখ্যা ছিল ৬০ হাজার আজ তা ৬২ হাজার। ৫ দিনে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ১২ হাজারের বেশি। লাগামছাড়া করোনা আক্রান্তের সংখ্যায় ত্রস্ত গোটা দেশ। 

3/6

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে মহারাষ্ট্রে। তা স্বীকার করেছে কেন্দ্র। কিন্তু, সেই ঢেউয়ের জল যে কত দূর এগিয়েছে তা নিয়ে আশঙ্কা রয়েছে। 

4/6

অন্যদিকে মধ্যপ্রদেশে রবিবার ১২ শহরে লকডাউন জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২৫৮ জন। চলতি বছরে এটাই সর্বাধিক। প্রকাশ্যে হোলি খেলার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।   

5/6

সম্প্রতি রাত্রিকালীন কার্ফু জারি করেছে মহারাষ্ট্র। পাশাপাশি দিল্লিতেও আগামী -২ দিনে  একাধিক কড়া নির্দেশিকা জারি করা হয়েছে, কঠোর করা হচ্ছে করোনা বিধিনিষেধ।  

6/6

বেশ কিছু এলাকা, শহর, জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু তাতেও দমানো যাচ্ছে না। হাতে ভ্যাকসিনের মতো দুটি অস্ত্র থাকা সত্ত্বেও কেন বাড়ছে সংক্রমণ তা ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।