পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট, বাংলাদেশে যশোরেশ্বরী মন্দিরে পুজো মোদীর

Mar 27, 2021, 16:55 PM IST
1/7

প্রায় ১৫ মাস পর বিদেশ সফরে  গতকালই বাংলাদেশে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।   

2/7

সফরের দ্বিতীয় দিনে ভারতের প্রধানমন্ত্রী পুজো দিলেন সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে।   

3/7

এরপর ওড়াকান্দিতে মতুয়াদের মন্দির দর্শন।  

4/7

সাতক্ষীরার এই যশোরেশ্বরী কালি মন্দির ৫১ শক্তিপীঠের অন্যতম। এখানে দেবী সতীর হস্ত পড়েছিল বলে কথিত রয়েছে।   

5/7

এদিন প্রধানমন্ত্রী দেবীকে মুকুট পরালেন, শাড়ি নিবেদন করলেন। এরপর মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজার্চনা করলেন তিনি।  

6/7

উল্লেখ্য, গতকাল সফরের প্রথম দিনে বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন মোদী

7/7

আজ থেকে বাংলায় ভোটগ্রহণ পর্ব। এ রাজ্যে তো ঘনঘন প্রচারে আসছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এর মাঝেই শুক্রবার গেলেন পড়শি দেশে। মোদীর বাংলাদেশ সফরসূচিতে রয়েছে বাংলার 'ভোটের গন্ধ'।