Alarming | Mysterious Illness: ভয়ংকর! ফের হানা দিল অজানা জ্বর! লহমায় মৃত্যু প্রায় ১৩০ জনের, আক্রান্ত বহু...

Alarming | Mysterious Illness: পথদুর্ঘটনা একটা নাইটমেয়ার হয়ে যাচ্ছে বিশ্ব জুড়ে। একদিন আগেই ব্রাজিলে ও দক্ষিণ আফ্রিকায় ভয়ংকর বাস দুর্ঘটনা ঘটেছে।

| Dec 05, 2024, 16:04 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আফ্রিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দেশ কঙ্গো। সেখানে পড়েছে এক অজানা অসুখের থাবা! সেই অজ্ঞাত রোগে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। কী এই রোগের লক্ষণ? 

1/6

জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, মাথাব্যথা

খুবই সাধারণ! জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও মাথাব্যথার মতো উপসর্গ নিয়ে আসছেন অসুস্থেরা।

2/6

আক্রান্ত আরও ৩০০

বলা হচ্ছে, কঙ্গোয় জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও মাথাব্যথার মতো উপসর্গে আক্রান্ত আরও ৩০০-র বেশি মানুষ ডাক্তারের কাছে এসেছেন।

3/6

১২১ জন

এখনও পর্যন্ত এই রোগে অসুস্থ হয়ে মারা গিয়েছেন ১২১ জন। 

4/6

রোগে সংক্রমিত

তবে এঁরা আগে থেকেই কোনো রোগে সংক্রমিত বা আক্রান্ত ছিলেন কি না, তা বলতে পারছে না কঙ্গো সরকার।

5/6

১৫ থেকে ১৮

মৃতদের বেশির ভাগের বয়সই দেখা গিয়েছে ১৫ থেকে ১৮ বছরের মধ্যে।

6/6

হু-ও উদ্বিগ্ন!

কঙ্গেোর পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। প্রত্যন্ত এলাকায় ঠিকমতো ওষুধ পৌঁছনো যাচ্ছে না। যদিও কঙ্গোর সরকার দেশবাসীকে শান্ত থাকতে বলেছে। আক্রান্ত এলাকাগুলি থেকে নমুনা সংগ্রহের জন্য চিকিৎসকের দল পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও!