Vivah Panchami: শুক্রবার রাম-সীতার বিবাহবার্ষিকী! এদিন এঁদের পুজো করলেই আপনার জীবনে ঘটবে অলৌকিক...

Vivah Panchami 2024: দিনটি রাম-সীতার বিবাহের তারিখ। এখনকার ভাষায় ম্য়ারেজ অ্যানিভার্সারি! ফলে, দিনটি রাম-সীতাভক্তদের মধ্যে বিপুল আড়ম্বরে পালিত হয়।

| Dec 05, 2024, 15:13 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৬ ডিসেম্বর বিবাহ পঞ্চমী। মনে করা হয়, এই দিনটি আসলে রাম-সীতার বিবাহের তারিখ। মানে, এখনকার ভাষায় যাকে আমরা ম্য়ারেজ অ্যানিভার্সারি বলি, তাই! ফলে, দিনটি রাম-সীতাভক্তদের মধ্যে বিপুল আড়ম্বরে পালিত হয়।

1/6

বিবাহ পঞ্চমী

আশ্চর্য যে, ৬ ডিসেম্বর দিনটিতে অযোধ্যায় ধ্বংস করা হয়েছিল বাবরি মসজিদ। এ বছর বিবাহ পঞ্চমী পড়েছে ওই দিনটিতেই! রাম-সীতার বিবাহদিনটি এবছর যুক্ত হয়ে গেল রামমন্দিরের নির্মাণ-সংকল্পের সঙ্গে।  

2/6

ধর্মীয় অনুষঙ্গময়

যাই হোক, আদতে দিনটি আধ্যাত্মিক, ধর্মীয় অনুষঙ্গে ভরা। রাম-সীতার ভক্তদের মধ্যে দিনটি বিপুল অনুভূতির সঙ্গে উদযাপিত হয়। 

3/6

মার্গশীর্ষের শুক্ল পক্ষে

প্রতি বছর মার্গশীর্ষ, অর্থাৎ, অগ্রহায়ণের শুক্ল পক্ষে এই বিবাহ পঞ্চমী পড়ে।  

4/6

মধুর দাম্পত্য

কী হয় এই দিনটি পালন করলে? বলা হয়, বিবাহিতরা যদি দিনটি পালন করেন, তবে তাঁদের দাম্পত্য মধুর হয়।

5/6

তরান্বিত বিবাহ

তবে যাঁদের এখনও বিবাহ হয়নি, তবে তাঁরা বিবাহেচ্ছু, কিন্তু যে কোনও কারণেই হোক, বিয়ে ঘটছে না, তাঁরা যদি এই পঞ্চমীতে রাম-সীতার পুজো করেন, তবে তাঁরা রাম-সীতার আশীর্বাদ পান। তাঁদের বিবাহ তরান্বিত হয়।

6/6

ফল, ক্ষীর, অন্নভোগ

কী ভাবে পুজো করতে হবে? ফলের মধ্যে কলা-আতা, আঙুর, ক্ষীর এবং হলুদ অন্ন-- এই কটি সামগ্রী এদিনের পুজোয় দিতেই হবে। তা হলেই জীবনে ঘটবে ম্যাজিক! (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)