Vivah Panchami: শুক্রবার রাম-সীতার বিবাহবার্ষিকী! এদিন এঁদের পুজো করলেই আপনার জীবনে ঘটবে অলৌকিক...
Vivah Panchami 2024: দিনটি রাম-সীতার বিবাহের তারিখ। এখনকার ভাষায় ম্য়ারেজ অ্যানিভার্সারি! ফলে, দিনটি রাম-সীতাভক্তদের মধ্যে বিপুল আড়ম্বরে পালিত হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৬ ডিসেম্বর বিবাহ পঞ্চমী। মনে করা হয়, এই দিনটি আসলে রাম-সীতার বিবাহের তারিখ। মানে, এখনকার ভাষায় যাকে আমরা ম্য়ারেজ অ্যানিভার্সারি বলি, তাই! ফলে, দিনটি রাম-সীতাভক্তদের মধ্যে বিপুল আড়ম্বরে পালিত হয়।
1/6
বিবাহ পঞ্চমী
2/6
ধর্মীয় অনুষঙ্গময়
photos
TRENDING NOW
3/6
মার্গশীর্ষের শুক্ল পক্ষে
4/6
মধুর দাম্পত্য
5/6
তরান্বিত বিবাহ
6/6
ফল, ক্ষীর, অন্নভোগ
কী ভাবে পুজো করতে হবে? ফলের মধ্যে কলা-আতা, আঙুর, ক্ষীর এবং হলুদ অন্ন-- এই কটি সামগ্রী এদিনের পুজোয় দিতেই হবে। তা হলেই জীবনে ঘটবে ম্যাজিক! (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)
photos