Football Stadium Stampede: ম্যাচ চলাকালীন দর্শকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ! অসংখ্য দেহ পড়ে মাঠের বাইরে, রাস্তায়...

Many People Killed in Stadium Stampede Guinea: ফুটবল সমর্থকদের মধ্যে তখন তুমুল সংঘর্ষ চলছে। অসংখ্য মৃতদেহ মাটিতে পড়ে! ভয়ংকর ছবি!

| Dec 02, 2024, 13:20 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংঘর্ষের কয়েকটি ভিডিয়ো ছড়িয়েছে। সেগুলিতে দেখা যাচ্ছে, যেখানে খেলা চলছিল তার বাইরের রাস্তায় বহু মানুষ ছিলেন। তাঁদের মধ্যে তখন তুমুল সংঘর্ষ চলছে। তখনই অসংখ্য মৃতদেহ মাটিতে পড়ে!

1/6

গিনির এনজেরেকোরে

গিনির অন্যতম বড় শহর এনজেরেকোরে গতকাল, রবিবার একটি ফুটবল ম্যাচ চলছিল। খেলা চলাকালীন রেফারির একটি 'বিতর্কিত' সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে তুমুল মারামারির শুরু।

2/6

সারি সারি লাশ

এক প্রত্যক্ষদর্শীর কথায়, হাসপাতালে যত দূর চোখ যায়, শুধু সারি সারি লাশ পড়ে আছে! অন্যরা পড়ে আছেন মেঝেতে। 

3/6

ইতিমধ্যেই ১০০

মর্গে আর লাশ রাখার জায়গা নেই। সেখানে ইতিমধ্যেই প্রায় ১০০ জন মারা গিয়েছেন!

4/6

তাণ্ডব

আর এক প্রত্যক্ষদর্শীর বয়ানে, বিক্ষুব্ধ দর্শকেরা এনজেরেকোরে পুলিস স্টেশনে ভাঙচুর করে সেটিতে আগুন ধরিয়ে দেয়।

5/6

মাঠে দর্শক

রেফারির একটি সিদ্ধান্তের জেরেই এসব শুরু। এক সময়ে দর্শকেরা মাঠেও নেমে পড়েন।

6/6

নেতার সম্মানে ম্যাচ

গিনির জান্তা নেতা মামাদি দুমবুইয়ার সম্মানে এই ফুটবল ম্যাচটির আয়োজন করা হয়েছিল।