রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচনে বিরোধীদের প্রার্থী হচ্ছেন এনসিপি নেত্রী বন্দনা চহ্বাণ। বৃহস্পতিবার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচন হবে। অন্যদিকে সরকারের তরফে প্রার্থী হরিবংশ নারায়ণ সিং।
2/6
S 6
পুনের প্রাক্তন মেয়র ও এনসিপি সাংসদ বন্দনা চহ্বাণকে সমর্থন করতে পারে শিবসেনা। এমনই খবর শিবসেনা সূত্রে।
photos
TRENDING NOW
3/6
S 4
২০১২ সাল থেকে রাজ্যসভার সাংসদ বন্দনা। ১৯৯৭-১৯৯৮ পর্যন্ত পুনের মেয়র ছিলেন। পুনে পুরসভার তিনবারের কাউন্সিলরও ছিলেন।
4/6
S 3
বন্দনা চহ্বাণের বিরুদ্ধে সরকার পক্ষের প্রার্থী হরিবংশ নারায়ণকে সমর্থন করবে অকালি দল। এছাড়াও এআইএডিএমকে ও টিআরএস এর সমর্থন জোগাড় করার চেষ্টা করছে সরকার।
5/6
S 2
২৪৫ সদস্যের রাজ্যসভায় জয়ী হতে গেলে প্রয়োজন ১২৩টি ভোট। তবে কোনও সদস্য ভোটদানে বিরত থাকলে বা অনুপস্থিত থাকলে এই সংখ্যা আরও নেমে যাবে।
6/6
S 1
রাজ্যসভায় বিরোধীদের হাতে রয়েছে ১১৯ আসন। এখন আম আদমি পার্টি, পিডিপি বন্দনা চহ্বাণকে সমর্থন করবে বলে ইঙ্গিত দিয়েছে।