আজ বাজারে একটি মাছ বিক্রি হল সাড়ে ৫ লাখে! মাছ কিনেই লটারি পেলেন ক্রেতা
Aug 07, 2018, 14:48 PM IST
1/7
মহারাষ্ট্রের পালঘরে ৫.৫ লক্ষ টাকায় বিক্রি হল এক 'ঘোল' মাছ।
2/7
সোমবার যে মাছটি ধরা পড়ে তার ওজন ছিল ৩০ কিলোগ্রাম। মহেশ ও ভরত নামে ২ মত্স্যজীবী মাছটি ধরেন।
photos
TRENDING NOW
3/7
বাজারে আনতেই বুঝতে পারেন মাছটি বেশ দামি। চড়া দর দিতে শুরু করেন ক্রেতারা। প্রায় ২০ মিনিট ধরে চলে নিলাম।
4/7
শেষ পর্যন্ত এই মাছটির দাম ওঠে সাড়ে ৫ লক্ষ টাকা।
5/7
সামুদ্রিক এই মাছের সমস্ত দেহাংশ কাজে লাগে। ফেলা যায় না কিছুই। তাই আকাশছোঁয়া দাম এই মাছের।
6/7
গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঘোল মাছের দেহাংশ থেকে ওষুধ তৈরি হয়। এই মাছের চামড়ায় কোলেজন নামে একটি রাসায়নিক মেলে। যা থেকে তৈরি হয় দামি প্রসাধনী। এছাড়া অস্ত্রোপচারের পর যে সুতো দিয়ে ক্ষত সেলাই করা হয়, তাও তৈরি করতে ব্যবহার করা হয় এই রাসায়নিক।
7/7
ভারত থেকে এই মাছ সিঙ্গাপুর, মালেশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও জাপানে রফতানি হয়।