Operation Ganga: Ukraine থেকে ভারতীয়দের উদ্ধারে 'নায়ক' C-17, গ্লোবমাস্টারের রয়েছে বিরল ক্ষমতা

Mar 03, 2022, 15:14 PM IST
1/10

C-17 গ্লোবমাস্টার

C17 Globemaster

নিজস্ব প্রতিবেদন : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে আটকে পড়া ভারতীয় পড়ুয়া ও নাগরিকদের উদ্ধারে ফের 'নায়কে'র ভূমিকায় অবতীর্ণ C-17 গ্লোবমাস্টার। 'অপারেশন গঙ্গা'য় সামিল হয়েছে ভারতীয় বায়ুসেনার এই C-17।  

2/10

রাশিয়া ইউক্রেন যুদ্ধ

Russian Ukrain War

কী এই  C-17 গ্লোবমাস্টার? এর ক্ষমতা-ই বা কত? C-17 হচ্ছে 'ভেরি হেভি লিফ্ট ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট'। আকাশপথে অতি ভারী পণ্য বহনের জন্যই C-17-কে আনা হয়।   

3/10

ভারতীয় বায়ুসেনায় C-17-এর অন্তর্ভুক্তি

IAF C17 Globemaster

এই  C-17 গ্লোবমাস্টারের জন্য ২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত সরকারের প্রায় ৪.৫ বিলিয়ন ডলারের চুক্তি হয়। মার্কিন বিমান সংস্থা বোয়িং তৈরি করে এই এই  C-17 গ্লোবমাস্টার। ২০১৩-তে প্রথম C-17 গ্লোবমাস্টার ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হয়।   

4/10

IAF ১১টি C-17

IAF 11 C-17

এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার হাতে ১১টি C-17 গ্লোবমাস্টার রয়েছে। C-17-এর অপারেটর হিসেবে এই মুহূর্তে সারা বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রের পরই। 

5/10

বাহিনী স্থানান্তরিতকরণ

C-17 Globemaster trasnport

একসাথে ৪০০ জন যাত্রীকে বহনে সক্ষম C-17। বাহিনীকে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য ব্যবহার করা হয় এই গ্লোবমাস্টার।

6/10

কার্গো বিমান C-17

C-17 Globemaster Cargo Aircraft

পাশাপাশি এটি একটি কার্গো বিমানও বটে। ১ লাখ ৬০ হাজার পাউন্ড ওজন বহনে সক্ষম C-17। 

7/10

গ্লোবমাস্টারের ক্ষমতা

C-17 Globemaster Capacity

৭,৬০০ ফিট উঁচু এয়ারফিল্ড থেকে টেক অফে সক্ষম গ্লোবমাস্টার। উড়তে পারে ২,৪০০ নটিক্যাল মাইল বেগে। উড়তে উড়তে জ্বালানি ভরতে পারে। 

8/10

ভারতীয়দের উদ্ধারে C-17

C-17 Indians Rescue Operation

পাশাপাশি, ৩০০০ ফিট উঁচুতেও ল্যান্ড করতে পারে। দিনে বা রাতে, ছোট অরক্ষিত এয়ারফিল্ডেও অবতরণ করতে পারে ভারতীয় বায়ুসেনার গর্ব এই C-17। 

9/10

অক্সিজেন কন্টেইনার বহন

C-17 Covid Oxyzen Container Transport

প্রসঙ্গত, এর আগে তালিবানদের দখল নেওয়া আফগানিস্তানের কাবুল থেকে ভারতীয়দের উদ্ধার করে আনতেও অগ্রণী ভূমিকা নিয়েছিল গ্লোবমাস্টার। পাশাপাশি, ২০২১-এ করোনার সেকেন্ড ওয়েভের সময় বিশাল সংখ্যায় অক্সিজেন কন্টেইনার বহনের ক্ষেত্রেও বড় ভূমিকা নিয়েছিল এই C-17। 

10/10

৮টি দেশের আছে C-17

Countries Have C-17

বর্তমানে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কাতার ও সংযুক্ত আরব আমিরশাহীর কাছে ৮টি করে, কানাডার কাছে ৫টি এবং কুয়েতের কাছে ২টি C-17 আছে।