Onion Price: পাইকারি দামে সমতা ফিরলে কমতে পারে পেঁয়াজের দাম, রাজ্যকে চিঠি টাস্ক ফোর্সের

Nov 04, 2023, 16:39 PM IST
1/5

পেঁয়াজের দাম

Onion Price

নাসিক থেকে আসা পেঁয়াজের ভিন্ন ভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন দাম নিয়ে গৃহীত সিদ্ধান্ত বদলের জন্য রাজ্যকে চিঠি টাস্ক ফোর্সের। পাইকারি দামে সমতা ফিরলে আরও কমবে পেঁয়াজের দাম। আপাতত ৮০ থেকে নেমে কলকাতার বাজারে পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা।  

2/5

পেঁয়াজের দাম

Onion Price

অভিযানের তৃতীয় দিনে আজ উত্তর কলকাতার আরও দুটি বাজার, বাগমারী ও মানিকতলা বাজারে দামের পর্যবেক্ষণে যাওয়া এনফোর্সমেন্ট ব্রাঞ্চ টাস্ক ফোর্স জানাল, ইতিমধ্যেই নতুন করে দাম  বৃদ্ধি বন্ধ হয়ে দাম একটু একটু করে কমতে শুরু করেছে। 

3/5

পেঁয়াজের দাম

Onion Price

রাজ্যের কাছে এই মর্মে NAFED কে চিঠি দিতে আর্জি জানিয়েছে টাস্ক ফোর্স। নাসিক থেকে দেশের দু একটি রাজ্যে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ যাচ্ছে। এ রাজ্যে আসছে ৫০ টাকায়। এই বৈষম্য দূর হলে দাম আরও কমবে। 

4/5

পেঁয়াজের দাম

Onion Price

পাইকারি দামে সমতা ফিরলে পেঁয়াজের দাম আরও কিছুটা কমতে পারে বলে টাস্ক ফোর্সের দাবি। কারণ ইতিমধ্যেই কেন্দ্রের মজুত করে রাখা পেঁয়াজ রাজ্যে রাজ্যে ঢুকতে শুরু করেছে। 

5/5

পেঁয়াজের দাম

Onion Price

পাশাপাশি রাজ্যের উৎপাদিত সুখ সাগর পেঁয়াজ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর থেকে বাজারে ঢুকতে শুরু করবে। ফলে আর দাম বাড়ার আশঙ্কা কেটে গেল বলেই মনে করছে টাস্ক ফোর্স।