করোনাকে হাতিয়ার করে লোক ঠকানোর ব্যবসা! ভুয়ো পরীক্ষার নামে মানুষের কাছ থেকে টাকা লুট

Aug 04, 2020, 17:32 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : ভুয়ো করোনা পরীক্ষার নামে মানুষকে বিভ্রান্ত করে টাকা লুট ও প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।  

2/5

অভিযোগ, বাইপাসের ধারে অবস্থিত এক বেসরকারি হাসপাতালের নাম করে করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছিল। হাসপাতালের নাম করে বেআইনিভাবে টাকা আদায় করছিল। 

3/5

অভিযুক্ত ব্যক্তি সৌমিত্র চৌধুরীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিস। ওই ব্যক্তি করোনা পরীক্ষার নামে সবার কাছ থেকে ৩৬০০ টাকা করে নিত বলে পুলিস জানতে পেরেছে।

4/5

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তি একটি ভুয়ো মেসেজ লেখেন। যেখানে www.Wbhealth.gov.in লিঙ্ক ব্যবহার করা হয়েছে। যাতে মানুষ মেসেজ পরে সাড়া দেয়।

5/5

তারপর সেই ভুয়ো মেসেজ বিভিন্ন হোয়াটস গ্রুপে ছড়িয়ে দেন। মানুষের আস্থা অর্জনের জন্য নিজেকে বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালের কর্মী বলেও পরিচয় দেন তিনি।