1/5
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রচিত 'মেঘনাদবধ কাব্য'। মধুসূদন ইংরেজ কবি লর্ড বায়রনের সাহিত্য এবং জীবন দ্বারা বিশেষ অনুপ্রাণিত ছিলেন। তাঁর মহান সৃষ্টি মেঘনাদবধ মহাকাব্যের ভাবনা ও প্রকাশভঙ্গির মধ্যেও তাঁর 'কবিগুরু'র প্রভাব থাকলেও সেখানে তাঁর আত্মস্বাক্ষর ছিল উজ্জ্বল।
5/5
হবে নাই-বা কেন? অমিত প্রতিভাধর মধুসূদন নিজেকে কবিতা ও মৃত্যুর জন্য যেন তিলে তিলে তৈরি করেছিলেন। দুঃসহ অভাব, দারিদ্র্য, সংসারের টানাটানি আর এরই পাশে তাঁর একাগ্র কাব্যসাধনা। জীবনের সমস্ত যন্ত্রণা ও অভাববোধ যেন মণিমুক্তোর দ্যুতি ছড়াত তাঁর পঙক্তিতে। তা ছাড়া মেধাবী এই কবি ছিলেন বহু ভাষাবিদ। নানা ভাষার সাহিত্য থেকে আহরণ করেছিলেন নানা রত্ন। শিশুকালে গ্রামের টোল থেকে তার ফারসি ভাষা শিক্ষার মাধ্যমে ভাষাশিক্ষার শুরু। পরে তিনি ইংরেজি ছাড়াও ল্যাটিন, গ্রিক, হিব্রু, তেলগু, তামিল ইত্যাদি ভাষা আয়ত্ত করেন। তিনি এমনকি ফরাসি ও ইতালীয় ভাষাও জানতেন। এই সব কিছু দিয়েই গড়ে তুলেছিলেন তাঁর কাব্যপ্রতিমা।
photos