অভিনেতা আবার গায়কও! আজকের অশোক কুমার, কাননবালারা........

Jun 29, 2021, 21:08 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন- অভিনয়ের পাশাপাশি গান করেছেন যে বলিউড স্টারেরা, আজ তাঁদের একবার ফিরে দেখা। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। জোনাস হওয়ার অনেক আগেই 'করিম' ছবিতে 'তিনকা তিনকা' গেয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করে নেন। তাঁর অভিষেক-সিঙ্গল 'ইন মাই সিটি' ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ডে সেরা ভিডিও হিসাবে নমিনেশনও পায়।

2/8

ভারতীয় সিনেমার অন্যতম প্রতিভাবান শিল্পী। হাজার হৃদয়ে আলো জ্বালিয়েছেন। ফ্যানেদের মুগ্ধ করেছেন 'রক অন' ছবির গানে। দেশজোড়া কনসার্ট করে নিজেকে প্রতিষ্ঠিতও করেছেন সঙ্গীতশিল্পী হিসাবে।

3/8

আয়ুষ্মান খুরানার সব গানই সুপারহিট। তাঁর ডেবিউ ছবি 'ভিকি ডোনার'-এর গান 'পানি দ্য রঙ' সুপারহিট। এরপরেও আয়ুষ্মানের প্রায় সব গানই হিট হয়। অভিনয়ের পাশাপাশি গানের কনসার্টও করেন অভিনেতা।

4/8

দিদি প্রিয়াঙ্কার মতই মিষ্টি সুরেলা কণ্ঠ পরিণীতি চোপড়ার। 'মেরি পেয়ারি বিন্দু' ছবিতে প্রথম গান গাইলেন পরিণীতি।  'মানা কি হমে পেয়ার নহি'। ছবি হিট না করলেও গানটি হিট করে। এরপরেও 'কেশরী' ছবির  'তেরি মিট্টি'র ভার্সান  খুব ভালো গান তিনি। বোনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন প্রিয়াঙ্কাও।

5/8

আলিয়া ভাট। বরাবরই বলেন, অরিজিৎ সিং তাঁর প্রিয় শিল্পী। অরিজিতের গান বিভিন্ন অনুষ্ঠানে গেয়ে থাকেন তিনি। প্রথম রেকর্ড করেন নিজের ছবি 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া'র জন্য। গানের নাম-সামঝাওয়াঁ। সে গান দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এছাড়াও 'এক কুড়ি', 'লভ ইউ জিন্দগি' বা 'হমসফরে'র মত গান রেকর্ড করেছেন আলিয়া।

6/8

তাঁর লিপে 'গুলাম' ছবির 'আতি কেয়া খান্ডালা' নিজেই গেয়েছিলেন আমির খান। সেই গান আজও সুপারহিট। তারপর তিনি ফিরলেন তাঁর প্রযোজনায় 'দঙ্গল' ছবিতে। 'ধাকড়' গানের একটি ভার্সান তিনি রেকর্ড করেন।

7/8

অভিনয়, প্রযোজনা, ছবি আঁকা - সলমন খান সব পারেন। গানও গেয়েছেন তিনি। তা নিয়ে বিতর্কও কিছু কম হয় নি। 'বডিগার্ড', 'হ্যাংওভার', 'জগ ঘুমেয়া', 'ম্যায় হুঁ হিরো তেরা' গানগুলি জনপ্রিয়ও হয়।

8/8

২০১৫ য় প্রথম গান রেকর্ড করেন সোনাক্ষী সিনহা। গানের নাম- আজ মুড ঈশকহলিক হ্যায়।