On This Day In 1989: ৩২ বছর আগে আজকের দিনে কোন বিশেষ সাফল্য পেয়েছিলেন Sachin Tendulkar?
৩২ বছর আগে আজকের দিনেই সবথেকে তরুণ ক্রিকেটার হিসেবে টেস্টে অর্ধ শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর।
নিজস্ব প্রতিবেদন: ৩২ বছর আগে আজকের দিনেই সবথেকে তরুণ ক্রিকেটার হিসেবে টেস্টে অর্ধ শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর। সালটা ছিল ১৯৮৯। ফয়জালাবাদে ভারত-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলছে। ১৬ বছরের তেন্ডুলকর তখনও ক্রিকেট বিশ্বে 'মাস্টার ব্লাস্টার' নামে খ্যাতি লাভ করেননি। তবে লাল বলের ক্রিকেটে ইমরান খান, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনুসদের বিরুদ্ধে প্রথম অর্ধ শতরান করে নিজের জাত চিনিয়েছিলেন এই মুম্বইকর।
1/9
ফয়জালাবাদে ভারতের মান বাঁচিয়েছিলেন সচিন ও সঞ্জয়।
2/9
পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক টেস্টে ব্যাট করছেন সচিন।
photos
TRENDING NOW
3/9
তৎকালীন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে সচিন।
4/9
পাকিস্তান সফরে কপিল দেব ও মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে তরুণ সচিন।
5/9
পাকিস্তান সফরে 'সানডে ক্লাব' অন্য মুডে সচিন ও সঞ্জয়।
6/9
বিদায়ী টেস্টে মাঠ ছাড়ার আগে সচিনকে 'গার্ড অফ অনার' দিচ্ছে তাঁর সতীর্থরা।
7/9
বাংলাদেশের বিরুদ্ধে শততম শতরানের পর সচিন।
8/9
বিশ্বকাপ জয়ের পর সতীর্থদের কাঁধে চেপে মাঠে ঘুরছেন সচিন তেন্ডুলকর।
9/9
আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের অবদান।
photos