On This Day In 1989: ৩২ বছর আগে আজকের দিনে কোন বিশেষ সাফল্য পেয়েছিলেন Sachin Tendulkar?

৩২ বছর আগে আজকের দিনেই সবথেকে তরুণ ক্রিকেটার হিসেবে টেস্টে অর্ধ শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর।

Nov 24, 2021, 14:10 PM IST

নিজস্ব প্রতিবেদন: ৩২ বছর আগে আজকের দিনেই সবথেকে তরুণ ক্রিকেটার হিসেবে টেস্টে অর্ধ শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর। সালটা ছিল ১৯৮৯। ফয়জালাবাদে ভারত-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলছে। ১৬ বছরের তেন্ডুলকর তখনও ক্রিকেট বিশ্বে 'মাস্টার ব্লাস্টার' নামে খ্যাতি লাভ করেননি। তবে লাল বলের ক্রিকেটে ইমরান খান, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনুসদের বিরুদ্ধে প্রথম অর্ধ শতরান করে নিজের জাত চিনিয়েছিলেন এই মুম্বইকর। 

1/9

ফয়জালাবাদে ভারতের মান বাঁচিয়েছিলেন সচিন ও সঞ্জয়।

Sachin Tendulkar and Sanjay Manjrekar.

সেই টেস্টে মাত্র ১০১ রানে চার উইকেট খুইয়ে সমস্যায় পড়ে টিম ইন্ডিয়া। এরপর পঞ্চম উইকেটে জুটি বাঁধেন সচিন ও সঞ্জয় মঞ্জরেকর। ১৭২ বলে ৫৯ রানের ইনিংস খেলেন সচিন। মঞ্জরেকর করেন ২৪০ বলে ৭৬ রান। ১৪৩ রানের পার্টনারশিপ গড়েন দুজনে।

2/9

পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক টেস্টে ব্যাট করছেন সচিন।

Sachin Tendulkar on his debut test against Pakistan.

১৯৮৯ সালে টেস্টে করাচিতে ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয় সচিনের। একই ম্যাচে অভিষেক করেছিলেন পাকিস্তানের অন্যতম সেরা পেসার ওয়াকার ইউনিস। সেই সফল কেরিয়ারের শুরু সচিনের। তার পর থেকে একের পর এক মাইলফলক ছুঁয়েছেন মাস্টার ব্লাস্টার। 

3/9

তৎকালীন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে সচিন।

Mohammad Azharuddin and Sachin Tendulkar.

করাচিতে অভিষেক টেস্ট খেলতে নামার আগে তৎকালীন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে তরুণ তেন্ডুলকর। 

4/9

পাকিস্তান সফরে কপিল দেব ও মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে তরুণ সচিন।

Sachin Tendulkar with Kapil Dev and Mohammad Azharuddin.

ফয়জালাবাদে প্রথম অর্ধ শতরানের পর কপিল দেব ও সেই সময়ের অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে ১৬ বছরের সচিন। 

5/9

পাকিস্তান সফরে 'সানডে ক্লাব' অন্য মুডে সচিন ও সঞ্জয়।

Sachin Tendulkar and Sanjay Manjrekar in a different mood.

সেবারের পাকিস্তান সফরে বিখ্যাত হয়ে উঠেছিল ভারতীয় দলের 'সানডে ক্লাব'। সেখানে গান-আড্ডার মেজাজে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের পাওয়া যেত। তেমনই এক মুহূর্ত ফিরে এল। এই ছবিতে দেখা যাচ্ছে তবলায় তাল দিচ্ছেন সচিন। বন্ধু সঞ্জয় তাঁর পাশে হারমোনিয়াম নিয়ে বসে আছেন। 

6/9

বিদায়ী টেস্টে মাঠ ছাড়ার আগে সচিনকে 'গার্ড অফ অনার' দিচ্ছে তাঁর সতীর্থরা।

Sachin Tendulkar at his last test at Wangkhede against West Indies.

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সচিন। এখনও পর্যন্ত টেস্ট ও একদিনের ক্রিকিটে তিনিই সর্বোচ্চ রান সংগ্রহকারী। এছাড়াও সবথেকে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ডও তাঁর ঝুলিতেই।   

7/9

বাংলাদেশের বিরুদ্ধে শততম শতরানের পর সচিন।

Sachin Tendulkar got 100th century against Bangladesh.

 ২০১২ সালের ১৬ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে শততম শতরান করেছিলেন 'মাস্টার ব্লাস্টার'। সেই ম্যাচে ১৪৭ বলে ১১৪ রান করেছিলেন তিনি।   

8/9

বিশ্বকাপ জয়ের পর সতীর্থদের কাঁধে চেপে মাঠে ঘুরছেন সচিন তেন্ডুলকর।

Sachin Tendulkar in 2011 World Cup final.

২০১১ সালের ২ এপ্রিল ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল জিতে সতীর্থদের কাঁধে চেপে মাঠে ঘুরেছিলেন সচিন।   

9/9

আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের অবদান।

Sachin Tendulkar's achievement in International cricket.

আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট রান সংগ্রহ ৩৪,৩৫৭। এর পাশাপাশি মাস্টার ব্লাস্টার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করেছেন।