Womens Under 19 One Day Trophy: মাত্র ১৫৭ বলে ৩৪৬, ইরা যাদবের বিধ্বংসী ব্যাটিংয়ে দুরমুশ মেঘালয়

Womens Under 19 One Day Trophy: ইরার আগে দক্ষিণ আফ্রিকার লাইজেল লি আন্ডার নাইন্টিনে ৪২৭ রানের ইনিংস খেলেছিলেন

Jan 13, 2025, 13:04 PM IST
1/5

প্রতিপক্ষ মেঘালয়

প্রতিপক্ষ মেঘালয়

মেঘালয়ের বিরুদ্ধে আন্ডার নাইন্টিন ম্যাচে ইতিহাস গড়লেন মুম্বইয়ের ব্যাটিং সেনসেশন ইরা যাদব। তাঁর শক্ত কাঁধে ভর করেই মুম্বই জিতল ৫৪৪ রানে।

2/5

রেকর্ড রান

রেকর্ড রান

ব্যাট হাতে ভয়ংকর হয়ে ওঠে ১৪ বছরের ইরা যাদব। মেঘালয়ের বিরুদ্ধে মাত্র ১৫৭ বলে খেলেন ৩৪৬ রানের ইনিংস।  

3/5

বিধ্বংসী ইরা

বিধ্বংসী ইরা

ইরার ইনিংসে ৪২টি চার ও ১৬টি ছক্কা মেঘালয়কে খাদের কিনারায় ঠেলে দেয়। শেষপর্যন্ত মাত্র ৩ উইকেট হারিয়ে মুম্বই ৫৬৩ রানের ইনিংস খাড়া করে দেয় মেঘালয়ের সামনে।

4/5

বিশ্বরেকর্ড হাতছাড়া

বিশ্বরেকর্ড হাতছাড়া

বিধ্বংসী ওই ইনিংসের পরই বিশ্বরেকর্ড থেকে এনেকটাই দূরে রয়ে গেলেন ইরা। তাঁর আগে আন্ডার নাইন্টিনে ৪২৭ রানের ইনিংস খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার লাইজেল লি।

5/5

আন্ডার নাইন্টিন টি ২০ ওয়ার্ল্ড কাপ

আন্ডার নাইন্টিন টি ২০ ওয়ার্ল্ড কাপ

২০২৫ সালের উইমেনস প্রিমিয়ার লিগে আনসোল্ড থেকে যান ইরা। অক্সনের কিছুদিন পর ভারতের আন্ডার নাইন্টিন টি ২০ ওয়াল্ড কাপের স্কোয়াডে স্টান্ডবাই হিসেবে রাখা হয়েছে ইরাকে।