মাত্র ১ টাকায় ১০ কিলোমিটার ছোটে এই স্কুটার, কয়েকদিনের মধ্যেই শুরু হবে ডেলিভারি

Jan 20, 2018, 19:39 PM IST
1/5

গত নভেম্বরেই ভারতের বাজারে তাদের প্রথম স্কুটার লঞ্চ করেছে জাপানি সংস্থা ওকিনাওয়া। 'প্রেইস' নামে এই স্কুটার কিন্তু পেট্রোলে নয়, চলবে ব্যাটারিতে।

2/5

দিল্লিতে স্কুটারটির এক্স শো-রুম দাম ৫৯,৮৯৯ টাকা। অন রোড দাম প্রায় ৬৬,০০০ টাকা ছোঁবে বলে অনুমান। 

3/5

অনলাইনে ২,০০০ টাকার বিনিময়ে বুক করা যাচ্ছে এই 'প্রেইস' ২৬ নভেম্বর লঞ্চের পর ১ মাসে ৩০০টি স্কুটার বুক হয়েছে বলে দাবি ওকিনাওয়ার। 

4/5

নতুন এই ইলেক্ট্রিক স্কুটারে রয়েছে ২,৫০০ ওয়াটের ব্রাসলেস মোটর। যা থেকে ৩.৫ অশ্বশক্তি মেলে। মোটরটিকে শক্তি যোগানোর জন্য রয়েছে ৭২ ভোল্ট - ৪৫ অ্যাম্পেয়ার আওয়ার ব্যাটারি।

5/5

স্কুটারটির সর্বোচ্চ গতি ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এটিই ভারতের দ্রুততম ইলেক্ট্রিক স্কুটার। একবার চার্জ দিলে ১৭০-২০০ কিলোমিটার চলতে পারে স্কুটারটি। ব্যাটারি চার্জ হয় খুব দ্রুত।