Nusrat Jahan meets Sourav Ganguly: সৌরভের সঙ্গে 'ব্যক্তিগত সাক্ষাৎ'-এ নুসরত, কী নিয়ে কথা হল দুই তারকার?

Mar 15, 2023, 22:58 PM IST
1/5

সৌরভ-নুসরত সাক্ষাৎ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বুধবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত।    

2/5

সৌরভ-নুসরত সাক্ষাৎ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবির চলছে। 

3/5

সৌরভ-নুসরত সাক্ষাৎ

সেখানেই ছিলেন ঐ দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়।  

4/5

সৌরভ-নুসরত সাক্ষাৎ

সেই প্রস্তুতি শিবিরের মাঝেই সৌরভের সঙ্গে দেখা করেন যশ ও নুসরত। তাঁদের উপস্থিতি থেকেই শুরু হয় জল্পনা।  

5/5

সৌরভ-নুসরত সাক্ষাৎ

কী নিয়ে কথা হল দুই তারকার?  অভিনেত্রীকে জিগেস করা হলে তিনি এই বিষয়ে মুখ খুলতে চাননি। তিনি বলেছেন, এটা ব্যক্তিগত মিটিং।