এবার এক ক্লিকেই জানা যাবে হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীর হালহকিকত

Aug 17, 2020, 20:13 PM IST
1/5

এবার থেকে ভর্তি হওয়া করোনা রোগীর খোঁজ খবর রাখতে পারবেন তাঁর প তথ্যতরিবার। এক ক্লিকেই মিলবে রোগীর সমস্ত তথ্য়  

2/5

কোভিড আক্রান্ত রোগী একবার হাসপাতালে ভর্তি হলে, বেশিরভাগ ক্ষেত্রেই তার সঙ্গে দেখা হয় না পরিবারের। স্বাভাবিকভাবেই চিন্তায় থাকেন তাঁর আত্মীয়রা। তবে এবার কিছুটা হলেও মিটবে সমস্যা।  

3/5

অনলাইনেই রোগীর শারীরিক অবস্থার হালহকিকত জানতে পারবেন তাঁর পরিবার। এর জন্য তিনটি হাসপাতালে নতুন ব্যবস্থা চালু করছে রাজ্য সরকার।   

4/5

কীভাবে জানা যাবে তথ্যwww.wbhealth.gov.in-এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এরপর status of the patient লেখা অংশে ক্লিক করতে হবে। এরপর তাতে পেশেন্টের নাম দিলে মিলবে OTP। OTP দিয়ে ফর্ম ফিলআপ করলে পেশেন্টের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।   

5/5

আপাতত এমআর বাঙুর, মেডিক্যাল কলেজ হাসপাতাল, এবং চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যান্সার ইনস্টিটিউটে ভর্তি রোগী সম্পর্কে তথ্য পাওয়া যাবে। তবে ৭ দিনের মধ্যে বাকি ৮৪টি কোভিড হাসপাতালেই রোগীদের সম্পর্কে এভাবে তথ্য জানতে পারবেন বাড়ির লোকেরা।