Kiara Sidharth wedding: সম্পর্ক নিয়ে আর লুকোছাপা নেই, ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে কিয়ারা-সিদ্ধার্থ!
Jan 03, 2023, 15:34 PM IST
1/7
কিয়ারা-সিদ্ধার্থ
এতদিন পর্যন্ত সম্পর্ক নিয়ে ঢাক ঢাক গুর গুর করে গিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। নতুন বছরেই মুম্বই থেকে দূরে দুবাইয়ে একে অপরেরর সঙ্গে ‘কোয়ালিটি টাইম'কাটিয়েছেন তারা।মঙ্গলবার ফিরেও এসেছেন বলিউডের এখন মোস্ট টকড কপল।
2/7
কিয়ারা-সিদ্ধার্থ
শোনা যাচ্ছে, এ বছরের ফেব্রুয়ারি মাসেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন সিদ্ধার্থ মলহোত্রা-কিয়ারা আদবানি। তার আগেই এই দুই বলি তারকাকে দেখা গেল দুবাইয়ে বর্ষবরণের উৎসবে।
photos
TRENDING NOW
3/7
কিয়ারা-সিদ্ধার্থ
অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে স্টোরিজে একটি ছবিও শেয়ার করেন রবিবার। আর সেটার ক্যাপশনে লেখেন, 'পছন্দের মালহোত্রারা।' ‘কফি উইথ করণ সিজন ৭’-এর পর্বের পর কিয়ারার সঙ্গে সিদ্ধার্থের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে।
4/7
কিয়ারা-সিদ্ধার্থ
এর আগে যখনই বিমানবন্দরে কিয়ারা-সিদ্ধার্থকে দেখা গিয়েছে আলাদা আলাদাই চোখে পড়েছে। জল্পনা থাকলেও নিজেদের সম্পর্ক সামনে আনেননি তারা। প্রকাশ্যে কিছু বলেনও নি।
5/7
কিয়ারা-সিদ্ধার্থ
শেরশাহ ছবিতে কিয়ারা-সিদ্ধার্থের জুটিকে খুবই পছন্দ করেছিল বলিউড প্রেমী থেকে শুরু করে অনুরাগীরা। তারপর থেকেই এই জুটির সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়।
6/7
শোনা যাচ্ছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাঁরা গাঁটছড়া বাঁধতে চলেছেন। রাজস্থানের জয়সলমিরে বসবে বিয়ের আসর।
7/7
কিয়ারা-সিদ্ধার্থ
দুবাইয়ে মণীশ মলহোত্রা, করণ জোহরদের সঙ্গে নতুন বছর উদযাপনে দেখা গেল কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মলহোত্রাকে। যদিও এই তারকা জুটির বিয়ের ইঙ্গিত আগেই দিয়েছিলেন শাহিদ কাপুর।