হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার, এবছর চিকিত্সা বিজ্ঞানে নোবেল ৩ গবেষককে

Oct 05, 2020, 17:15 PM IST
1/5

২০২০ সালে চিকিত্সা বিজ্ঞানে নোবেল পেলেন তিন গবেষক। এঁদের ২ জন মার্কিনি ও একজন ব্রিটিশ।  

2/5

হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য নোবেল দেওয়া হল মার্কিন গবেষক হার্ভে জে অল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ গবেষক মাইকেল হাউটনকে। এঁদের সৌজন্যেই বর্তমানে মারণ ওই রোগ থেকে রক্ষা পাচ্ছেন বহু মানুষ।

3/5

হু-র একটি পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছরে গোটা বিশ্বে ৭ কোটি মানুষ হেপাটাইটিস সি-এর শিকার হন। মারা যান ৪ লাখ মানুষ। লিভার ক্যান্সারে এই হেপাটাইটিস সি ভাইরাসের অন্যতম প্রধান ভূমিকা রয়েছে।

4/5

সোমবার ওই পুরষ্কারের কথা ঘোষণা করেন স্টকহোলমে নোবেল কমিটির চেয়ারম্যান থমাস পালম্যান। বর্তমানে নোবেল খেতাবের অর্থমূল্য ১১,১৮,০০০ ডলার।  

5/5

নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, মার্কিন গবেষক হার্ভে জে অল্টার একটি অজানা ভাইরাসকে চিহ্নিত করেছিলেন যা ক্রনিক হেপাটাইটিস তৈরি করতে পারে। ব্রিটিশ গবেষক মাইকেল হাউটন সেই ভাইরাসের জেনোমকে পৃথক করেন। অন্যদিকে, মার্কিন গবেষক চার্লস রাইস প্রমাণ করেছেন ওই ভাইরাস হেপাটাইটিস সি ছড়াতে পারে।