1/8
2/8
photos
TRENDING NOW
3/8
4/8
এবার প্রশ্ন হচ্ছে নিপা ভাইরাসের থেকে অতিমারীর ঝুঁকি কতখানি? এক্ষেত্রে বিবেচনা করে দেখতে হবে নিপা ভাইরাস কীভাবে সংক্রমিত হয় ও কীভাবে নিজের মিউটেশন ঘটায়। এখন নিপা হচ্ছে প্যারামিক্সোভাইরাস। অর্থাত্ এটা মানব শরীরে সংক্রমণ ঘটাতে সক্ষম। উদাহরণ স্বরূপ বলা যায়, প্যারাইনফ্লুয়েঞ্জা ভাইরাস। যার জন্য আমাদের সাধারণ জ্বর, সর্দি-কাশি হয়।
5/8
6/8
7/8
উল্লেখ্য, নিপা ভাইরাসের সংক্রমণ বাংলাদেশে প্রতিবছর হয়। কারণ ওখানে বাদুড়ের অধিক সংখ্যায় উপস্থিতি। তাই ভারতে নিপার সংক্রমণ ঠেকাতে হলে বাদুড়ের সংখ্যা বৃদ্ধি আটকাতে হবে। সেইসঙ্গে সংক্রামিত ব্যক্তির অন্যান্যদের সংসর্গে আসাও আটকাতে হবে। কারণ মানবশরীরে এই ভাইরাস সংক্রামিত হলেই, তা নিজের জিনের মিউটেশন ঘটাতেও সক্ষম হবে।
8/8
photos