Alzheimer Disease: মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে না তো? সতর্ক না হলেই বিপদ

Nov 01, 2021, 12:32 PM IST
1/5

রক্ত ও মস্তিষ্কের (blood-to-brain pathway) মধ্যে সম্পর্ক রয়েছে

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি  আলজাইমার নিয়ে  গবেষণায় প্রমাণিত, যেখানে রক্ত ও মস্তিষ্কের (blood-to-brain pathway) মধ্যে সম্পর্ক রয়েছে ৷  

2/5

মস্তিষ্কে রক্তক্ষরণই আলজাইমারের জন্য দায়ী

বিশ্বজুড়ে Australia-র পারথ, কার্টিন বিশ্ববিদ্যালয়ের  একদল গবেষক জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণই আলজাইমারের  জন্য দায়ী ৷

3/5

গবেষকেরা জানেন না কোথা থেকে এই অ্যামাইলয়েড তৈরি হয়

Director at Curtin Health Innovation Research Institute, CHIRI-এর অধ্যাপক বলেন, "আমরা আগে জানতাম যে মস্তিষ্কে বিটা-অ্যামাইলয়েড (beta-amyloid) নামের প্রোটিন জমতে শুরু করলে আলজাইমার রোগ হয় ৷ কিন্তু গবেষকেরা জানেন না কোথা থেকে এই অ্যামাইলয়েড তৈরি হয়, আর কেনই বা মস্তিষ্কে তা জমা হয় ৷"

4/5

আলজাইমারে ভুগতে থাকা রোগীর মস্তিষ্কে দূষিত প্রোটিন (toxic protein) পদার্থ জমা হয়

গবেষকদের মতে, আলজাইমারে ভুগতে থাকা রোগীর মস্তিষ্কে দূষিত প্রোটিন (toxic protein) পদার্থ জমা হয় ৷ এতে মস্তিষ্কে ফ্যাট বহনকারী রক্ত ক্ষরিত হয়।

5/5

খাদ্যাভ্যাসে পরিবর্তন আর কিছু ওষুধের মাধ্যমে এই ঝুঁকি কমানো সম্ভব

গবেষকেরা আরও জানিয়েছেন, খাদ্যাভ্যাসে পরিবর্তন আর কিছু ওষুধের মাধ্যমে এই ঝুঁকি কমানো সম্ভব ৷