গণেশ পুজোয় Sweta-র বাড়িতে হাজির Khatron Ke Khiladi-শোয়ের বন্ধুরা

Sep 12, 2021, 19:26 PM IST
1/6

বাড়ির পুজো

Ganesh Puja

নিজস্ব প্রতিবেদন: প্রত্যেক বছরের মতো এবছরও নিজের বাড়িতে গণেশ পুজোর আয়োজন করেছিলেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। 

2/6

আপনজন

Close ones

বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গেই পুজোর দিনগুলো কাটাচ্ছেন অভিনেত্রী। 

3/6

বন্ধু নিকি

friends forever

গণেশ পুজো উপলক্ষ্যে শ্বেতার বাড়িতে এসেছিলেন ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি শোয়ে তাঁর বন্ধু অভিনেত্রী নিকি তাম্বোলী। 

4/6

বন্ধুদের সঙ্গে

With Friends

তবে শুধু নিকি নয়, এসেছিলেন এই শোয়ে তাঁর বন্ধু সানা, বিশাল। তাঁদের সঙ্গে ছিলেন শ্বেতার মেয়ে পালক। 

5/6

আমন্ত্রিত

Invited friends

এসেছিলেন শ্বেতার বন্ধু বিনিত রায়না। কাছের মানুষদেরই বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেত্রী। সেই ছবি পোস্ট করে শ্বোতা লিখেছেন, 'আপনজন'। 

6/6

পারিবারিক ছবি

Family Friends

তবে সবার মধ্যেও নিকির সঙ্গে যে শ্বেতার ভাব একটু বেশি, তা আর বলার অপেক্ষা রাখেনা। নিকি প্রায় তাঁর পরিবারেই অংশ।