পুলওয়ামা হামলার সঙ্গে জড়িত একমাত্র মহিলা জঙ্গি গ্রেফতার, বড় সাফল্য সেনার

Aug 27, 2020, 14:34 PM IST
1/5

পুলওয়ামা হামলার তদন্তে নেমে একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য তুলে আনছে এনআইএ। তদন্ত যত গড়াচ্ছে তত সেই নৃশংস হামলার জট খুলছে। এবার চার্জশিটে হামলায় জড়িত একমাত্র মহিলা জঙ্গি ইশা জানের নাম উল্লেখ করেছে এনআইএ। 

2/5

২৩ বছর বয়সী ইশা জান বাবা তারিক পিরের সঙ্গে মিলে জঙ্গিদের সবরকম সাহায্য করেছিল। ইশা জান হামলার মাস্টারমাইন্ড ফারুক ওমরের কাছের মানুষ ছিল বলেও জানা গিয়েছে। 

3/5

২০১৮ থেকে ২০১৯-এর মধ্যে একাধিকবার ফারুক ওমর, আদিল আহমেদ, শমির দারের মতো জঙ্গিদের নিজের বাড়তে আশ্রয় দিয়েছিল ইশা জান। তাদের খাবার, জামা-কাপড়সহ অনেক কিছু দিয়েই সাহায্য করেছিল ২৩ বছর বয়সী ইশা জান।

4/5

এনআইএ আগেই জানিয়েছিল, প্রায় দুবছর আগে থেকেই এই হামলার ছক কষেছিল জঈশ ই মহম্মদ। এমনকী বিস্ফোরক ভর্তি গাড়ি সাজানোর ট্রেনিং নিতে জঙ্গিদের আফগানিস্তানে পাঠানো হয়েছিল। 

5/5

ফারুকসহ এই ঘটনার সঙ্গে  জড়িত প্রতিটি জঙ্গিকে সাহায্য করেছিল ইশা জান ও তার বাবা তারিক পির। এনআইএ জানিয়েছে, ইশা জান নিজেও জঙ্গি শিবিরে থেকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়েছিল।