ভারতীয় বুলেটে কী কী থাকছে জেনে নিন

Aug 02, 2018, 11:28 AM IST
1/9

Bullet_1

Bullet_1

মুম্বই থেকে আমেদাবাদ উচ্চ গতি সম্পন্ন করিডর তৈরি হচ্ছে জোর কদমে। প্রত্যাশা ২০২২-সালের ১৫ অগস্টের মধ্যে শেষ করা হবে এই প্রোজেক্ট। কিন্তু জানেন কী ভারতের প্রথম বুলেট ট্রেনে কী কী সুবিধা থাকছে?

2/9

Bullet_2

Bullet_2

জানা যাচ্ছে, যাত্রীদের সুবিধার জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে আলাদা করে রুম বরাদ্দ থাকছে। যেমন, স্তনপান করানোর জন্য থাকবে আলাদা রুম।

3/9

Bullet_3

Bullet_3

পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা টয়লেট করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এমনকী অসুস্থ যাত্রীদের জন্য থাকছে বিশেষ রুম।

4/9

Bullet_4

Bullet_4

বুলেট ট্রেনে বিজনেস ক্লাসের জন্য বরাদ্দ হচ্ছে ৫৫টি আসন। জেনারেল আসন থাকছে ৬৯৫টি।

5/9

Bullet_5

Bullet_5

হুইল চেয়ার বসে থাকা বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য থাকছে আলাদা করে টয়লেট।

6/9

Bullet_6

Bullet_6

১০ কোচ বিশিষ্ট এই কোচে শিশুদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। ছোটোদের হাত ধোয়ার জন্য নীচু করে বসানো সিঙ্ক কিংবা টয়লেটে বসার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

7/9

Bullet_7

Bullet_7

রেল সূত্রে খবর, টয়লেট বসানো হয়েছে অভিনব পদ্ধতিতে। একটি কোচে ইউরিনাল থাকলে অন্য কোচে থাকবে টয়লেট।

8/9

Bullet_8

Bullet_8

রেলওয়ের ব্লু প্রিন্ট অনুযায়ী, জাপানের সবচেয়ে উচ্চ প্রযুক্তির E5 শিনকানসেন-র মডেলের বুলেট তৈরি করা হচ্ছে। মোট ৭৫০টি আসন রয়েছে এই ট্রেনের।

9/9

Bullet_9

Bullet_9

এক লক্ষ কোটি টাকার এই প্রোজেক্ট।  ২০১৮ সালে জুন মাস থেকে কাজ শুরু হয়েছে।