পেট্রল-ডিজেলের দাম কত? জেনে নিন এক নজরে

Aug 02, 2018, 11:09 AM IST
1/7

জুলাই শেষ না হতেই বাড়ল জ্বালানির দাম। যদিও সেই দাম  বুধবার অপরিবর্তিত থাকে। কলকাতা, মুম্বই, চেন্নাই এবং দিল্লির এই চার মেট্রো শহরে মঙ্গলবার থেকেই দাম বৃদ্ধি পায় পেট্রল এবং ডিজেলের।

2/7

ইন্ডিয়ান ওয়েল সংস্থা সূত্রে খবর, কলকাতায় পেট্রল এবং ডিজেলের দাম বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৭৯.২০ এবং ৭০.৫৮টাকা। যদিও বৃহস্পতিবারে দাম আপডেট হয়নি ওই সংস্থার ওয়েবসাইটে।

3/7

দিল্লিতে পেট্রল এবং ডিজেলের দাম হয়েছে যথাক্রমে ৭৬.৩১ এবং ৬৭.৮২ টাকা। 

4/7

মুম্বইয়ে এখন পেট্রল দাম ৮৩.৭৬টাকা। ডিজেলের দাম ৭২টাকা। 

5/7

চেন্নাইয়ে ৭৯.২৬ টাকা দাম হয়েছে পেট্রলের। ডিজেলের দাম ৭১.৬২ টাকা।

6/7

উল্লেখ্য, সোমবার পেট্রল দাম ছিল কলকাতায় ৭৯.১৪ টাকা, দিল্লি ৭৬.২৫ টাকা, মুম্বই ৮৩.৭০ এবং চেন্নাইয়ে ৭৯.২০ টাকা। বৃহস্পতিবার দাম অপরিবর্তিত থাকবে বলে আশা করা যাচ্ছে।

7/7

বিশ্ব বাজারে তেলের দাম ওঠা নামার ওপর নির্ভর করছে ভারতের জ্বালানির দাম। মঙ্গলবার দু’সপ্তাহ জ্বালানির তেলের দাম সর্বনিম্ন হওয়ার পরও মার্কিন অশোধিত তেলের দাম সামান্য বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব পড়েছে ভারতীয় বাজারে।