New Covid-19 Wave: ফের ভয় ধরাচ্ছে কোভিড, দেশে ১০ লাখ মৃত্যুর আশঙ্কা!

Dec 20, 2022, 12:10 PM IST
1/7

ফের শিয়রে কোভিড!

New Covid-19 Wave in China 1

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভয় ধরাচ্ছে কোভিড। আগামী দিনে করোনায় আক্রান্ত হয়ে ১০ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কারণ, কোভিডের নয়া ঢেউ ফের আছড়ে পড়তে চলেছে বলে আশঙ্কা। 

2/7

করোনার নয়া ঢেউ!

New Covid-19 Wave in China 2

চিনে ইতিমধ্যেই উদ্বেগজনক চেহারা নিয়েছে কোভিড। ১৪০ কোটির দেশ চিন। ফলে চিনে একবার উদ্বেগজনক হারে সংক্রমণ ছড়াতে শুরু করলে, তার ফল ভয়াবহ হবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।    

3/7

সংক্রমণের হার উদ্বেগজনক!

New Covid-19 Wave in China 3

প্রসঙ্গত, ৩ বছর কঠোর বিধি-নিষেধ আরোপ থাকার পর, সম্প্রতি চিনে সেই কোভিড সংক্রান্ত বিধি নিষেধ শিথিল করা হয়। আর তারপরই গত মাস থেকে দেশে ফের কোভিডের সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে।  

4/7

ফের মৃত্যু মিছিল?

New Covid-19 Wave in China 4

সোমবার চিনে করোনায় আক্রান্ত হয়ে ফের মৃত্যুর ঘটনাও ঘটেছে। ইতিমধ্যেই গত মাস থেকে প্রায় ৫০০০ মানুষ নতুন করে কোভিডে প্রাণ হারিয়েছেন। 

5/7

কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী!

New Covid-19 Wave in China 5

সেইসঙ্গে সোমবার চিনে ফের নতুন করে ২,৭২২ জনের দেহে করোনার সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে। আগের দিন যে সংখ্যাটা ছিল ১,৯৯৫। ফলে গ্রাফ ঊর্ধ্বমুখী।

6/7

সরকারি তথ্য

New Covid-19 Wave in China 6

সরকারিভাবে দেওয়া তথ্য বলছে, ইতিমধ্যেই চিনে নতুন করে ৩ লাখ ৮৩ হাজার ১৭৫ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। 

7/7

এপ্রিলেই শীর্ষে সংক্রমণ!

New Covid-19 Wave in China 7

আশঙ্কা করা হচ্ছে, ২০২৩-এর এপ্রিলের মধ্যে চিনে কোভিড সংক্রমণ তার সর্বোচ্চ শিখরে পৌঁছবে। আর আগামী ১ বছরে ১০ লাখ মানুষ ফের প্রাণ হারাবে।